তোমার উপমা শুধু তুমি ঃ মুর্শিদ-উল-আলম
লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ০৪ জুন, ২০১৪, ১০:৫২:১১ সকাল
গতিশীল বাসে যাত্রীদের দেখা
মাইলস্টোনের হঠাৎ পেছনে সরে পড়া
ধীরে ধীরে দৃষ্টি থেকে মুক্ত দূরের গাছপালার ফাঁকে ফাঁকে
স্থির দাঁড়ানো মসজিদের মিনারের মত
তুমি স্পষ্ট চাঁদ চিক হৃদয়ে।
জাপান ও বাংলাদেশ মৈত্রী সেতুর তলায়
ব্যাপ্তিমান ঢেউয়ের মত
প্রলম্বিত তুমি প্রথমে দৃষ্টির শেষ বর্ণে
তারপর অনুভূতির আবাসে।
আমাদের পুকুরের পশ্চিম কিনারে
বাঁশপাতারা বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
যে ছন্দনাচের দোল খায় ঠিক সেরকম
ফজরের আযানের ধ্বনি যখন ভোরের
বিরহী বাতাসের ইথারে তোলে
উচ্চাঙ্গ সঙ্গীতের তরঙ্গ
তখন আমার কাছে তুমি হয়ে ওঠো যে বিস্ময়কর!
শত প্রেরণার এক অসীম সমুদ্র ছায়াপথ
তারপর ঘাসের ওপর শিশির ঝরানো বাতাসের স্পর্শ নিয়ে
শুরু হয় প্রেমের নীরব ঝর্ণাধারা বোরাকের গতি নিয়ে
পরিতৃপ্তি আর পরিতৃপ্তি মেশানো বিরহ …
হে প্রভু আমার
তোমার উপমা শুধু তমি।
বিষয়: বিবিধ
১৩৫০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন