একটি জরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ

লিখেছেন লিখেছেন বুসিফেলাস ০৪ জুন, ২০১৪, ১০:৪১:৫৭ সকাল

পদের নামঃ বউ

শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে HSC

অন্যান্য যোগ্যতাঃ উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি থেকে ৫ ফিট ৪ ইঞ্চি।

ওজনঃ সর্ব্বোচ্চ পঞ্চাশ কেজি।

রঙঃ উজ্জল শ্যাম হলে ভাল হয়। তয় হলুদ হইলেও সমস্যা নাই।

পাত্রীকে অবশ্যই সাহিত্য মনস্ক ও ভাল মনের অধিকারী হতে হবে।

বয়সঃ ১৬ থেকে ১৮।

পদের সংখ্যাঃ আপাতত একটি।

বেতনঃ আলোচনা সাপেক্ষে। তবে থাকা ও খাওয়া ফ্রি।

দায়িত্বঃ তিন বেলা রান্না করা, ঘর গুছানো, তিন বছর পরে সন্তান দেখা শোনা করা, সাত বছর পর সন্তানকে স্কুলে আনা নেওয়া ইত্যাদি।

অভিজ্ঞাতাঃ এইটা থাকলে আর আবেদন করার দরকার নাই।

বিঃ দ্রঃ কোন প্রকার যৌতূকের লেনদেন প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

Moynul Islam Chowdhury-এর ফেসবুক আইডি হতে সংগ্রহীত Happy

বিষয়: বিবিধ

১৫৩০ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230390
০৪ জুন ২০১৪ সকাল ১১:১৪
ছিঁচকে চোর লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor =)

অভিজ্ঞতাঃ এইটা থাকলে আর আবেদন করার দরকার নাই। Big Grin Big Grin
০৪ জুন ২০১৪ দুপুর ১২:২৬
177114
বুসিফেলাস লিখেছেন : আপনার কি অভিজ্ঞ লাগবে? Tongue
230394
০৪ জুন ২০১৪ সকাল ১১:২৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বয়স অনুযায়ী ওজনটা একটু বেশী হয়ে যায়না.. Yahoo! Fighter Yahoo! Fighter
০৪ জুন ২০১৪ দুপুর ১২:৪৬
177120
বুসিফেলাস লিখেছেন : একটু বেশী হলে খারাপ হবে না Tongue
230451
০৪ জুন ২০১৪ দুপুর ১২:৫৯
প্রবাসী আশরাফ লিখেছেন : বিজ্ঞপ্তিটা এমন হলে কেমন হবে -

একটি জরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ

পদের নামঃ স্ত্রী

শিক্ষাগত যোগ্যতাঃ দীনদার (শিক্ষকতা যোগ্যতা শীথিলযোগ্য/বিবেচনা যোগ্য)

অন্যান্য যোগ্যতাঃ উচ্চতা কোন বিষয়না আপাদমস্তক মানুষ হতে হবে।

ওজনঃ ব্যাপারনা

রঙঃ গায়ের রং যাই হোক মনের রং সাদা হওয়া চাই।

পাত্রীকে অবশ্যই সাদা মনের মানুষ হতে হবে।

বয়সঃ পাত্র থেকে পাঁচ বছরের ছোট হলেই হবে।

পদের সংখ্যাঃ একটাই

বেতনঃ ভালবাসা,দায়িত্ববোধ (থাকা-খাওয়া-অর্থ),সামাজিক মর্যদা,সম্মান।

দায়িত্বঃ স্বামীর সংসার দেখা।

অভিজ্ঞাতাঃ অভিজ্ঞতা নিষ্প্রয়োজন।

বিঃ দ্রঃ যৌতুক (মোহরানা) দেওয়া হবে নেওয়া নয়।
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০১
177298
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হুম!
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
177330
সাদামেঘ লিখেছেন : সহমত
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০২
177341
আহ জীবন লিখেছেন : পারফেক্ট!!!!!!!!!!!Applause Applause Applause Applause Applause
০৫ জুন ২০১৪ সকাল ১০:২২
177599
বুসিফেলাস লিখেছেন : সুন্দর বিজ্ঞাপনের আইডিয়া Love Struck
230454
০৪ জুন ২০১৪ দুপুর ০১:০০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বয়সটা মোটামুটি মিলানো যাবে তবে ওজনটা মিলানো যাচ্ছে না! আর এই কারণে খুজে পাওয়াও ...... !! Thinking Thinking
০৫ জুন ২০১৪ সকাল ১০:২২
177601
বুসিফেলাস লিখেছেন : আমি সাড়া পাচ্ছি দেখা যাক Tongue
230455
০৪ জুন ২০১৪ দুপুর ০১:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ২১ এর নিচে বিয়ে বেয়াইনি!!!!
ধরা খাইলে মজা বঝবেন।
(অবশ্য বিয়ে ছাড়া যা খুশি করতে পারেন তাতে আইনের কিছু আসে যাবে না!!)
230467
০৪ জুন ২০১৪ দুপুর ০১:১৪
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ভাই আমিও আপোনার মত একটা খুজতাছি ..তবে প্রবাসী আশরাফ ভাইয়ের কিছু দিক খুব ভালো লাগছে
.. ধন্যবাদ
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
177299
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কি কইলেন! আপনে আবার খুজতে শুরু করেছেন? ঠিক আছে, আপনের কাছ থেইক্যা মাস্টারনীর নম্বর পাওন যাইবো না। মুই বিকল্প ব্যবস্থায় মাস্টারনীর নাম্বারডা যোগাড় করমু আইজকেই! নাম্বার না পেলে সরাসরি যোগাযোগ করমু! হালার গ্যাঞ্জাম লাগাইয়া দিমু আইজকে।
230471
০৪ জুন ২০১৪ দুপুর ০১:৩০
মোহাম্মদ রিগান লিখেছেন : হাহাহাহহাহাহাহা
230510
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:০২
কুশপুতুল লিখেছেন : এখন ছেলেদের নিয়ে একটা বিজ্ঞপ্তি দিলে কেমন লাগবে শুনি?

পরে এমন এক বিজ্ঞপ্তি টানাবো, কেদে ফেলবেন নে!
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০০
177339
আহ জীবন লিখেছেন : দিয়ে ফেলান।
230594
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই এক্কান হারানো বিজ্ঞপ্তী দিবার চাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File