***মার্সি পিটিশন দেখবে? ধৈর্য ধরো***
লিখেছেন লিখেছেন বুসিফেলাস ২৩ নভেম্বর, ২০১৫, ১১:৫৬:৫৯ সকাল
গোপন সূত্রে প্রাপ্ত খবরঃ-
শহীদ সালাহউদ্দীন কাদের চৌধুরী ও শহীদ আলী আহসান মুজাহিদের মার্সি পিটিশন জনগণকে দেখাতে তাদের হাতের লেখার অনুকরণে ইংরেজী (সালাহউদ্দীন কাদের) ও বাংলায় (মুজাহিদের) তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তাদের অবিকল নকল স্বাক্ষর ও যথাযথ কতৃপক্ষের সিল-চপ্পর মারা শেষে এই পিটিশন জনসম্মুখে প্রকাশ করা হবে।
এজন্যই হয়ত বাংলার সিংহ সালাহউদ্দীন কাদের চৌধুরী বলেছেন, "আমি তো এখন নাই। আওয়ামী লীগ কত কাগজ বের করবে। আমাকে জীবনে কখনো হারাতে না পেরে আমার জান নিয়ে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগ।”
বিষয়: রাজনীতি
১৫৮৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন