মিডিয়ার জোরে টিকে যাচ্ছে সরকার!
লিখেছেন লিখেছেন আহমাদ বাশার ২৩ নভেম্বর, ২০১৫, ১১:৫৮:৩৯ সকাল
অনেক ঘাটাঘাটি করে রায় কার্যকরের পরের প্রতিক্রিয়া দেখছিলাম। একদিকে আনন্দ মিছিল আর অন্যদিকে গায়েবানা জানাজা। স্পষ্ট পার্থক্য রয়েছে উপস্থিতিতে। মিডিয়া গায়েবানা জানাজার ফটো নিউজ সম্পূর্ন চেপে যাচ্ছে। আনন্দ মিছিলের কিছু ক্লোজ শট দেখানো হচ্ছে। ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ ও তার দোসররা ক্ষমতায় রয়েছে। জামায়াত শিবির বিএনপির উপর কি পরিমান অত্যাচার নির্যাতন আর কুৎসা রটিয়েছে তার ইয়ত্যা নাই! অথচ পুলিশি নিরাপত্তায় আনন্দ মিছিলের এই হাল তাও আবার রাজধানী ঢাকায়, অপারাজয় বাংলার পাদদেশে। আর বেশ কয়েকটি মিডিয়া আগেই বন্ধ করে, কয়েকদিন ধরে সোসাল মিডিয়া বন্ধ রেখে, নাটকের পরে নাটক সাজিয়ে, সারা দেশে র্যাব বিজিবি পুলিশ দিয়ে অতঙ্ক ছড়িয়েও জানাজায় মানুষের ঢল থামানো যায়নি।
এটা জামায়াত শিবিরের নৈতিক জয়।
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন