মুসল্লিদের প্রজন্ম বা গনজাগরণ মন্চে আক্রমন ও ভাংচুর চালানোর উস্কানি কে দিল????

লিখেছেন লিখেছেন আহমাদ বাশার ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:২৪:৪৬ সকাল

বিভিন্ন সংবাদ মাধ্যম ও ফেসবুক ঘাটাঘাটি করে আমার কাছে মনে হয়েছে সকল মসজিদ থেকে মুসল্লিদের গনজাগরণ মন্চ অভিমুখে মিছিল ছিল। দেশের বিভিন্ন স্থানে গনজাগরন মন্চ ভাংচুর হয়েছে বা হতে যাচ্ছিল। প্রতিবাদ করতে অন্যকোন গুরুত্বপূর্ণ মোড় বা রাস্তায় সমবেত হওয়া যেত। খুবই কষ্ট লাগছে নেতৃবৃন্দ কিভাবে এতটা অসহিংসু সিদ্ধান্ত নিলেন? অবশ্য কয়েকটি স্থানে নামাজের পরপরই পুলিশ-নাস্তিক লীগদের হামলা হয়।

মনেহচ্ছে কিছূ ব্যক্তি সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রাখতে পারছেননা, নিজেদের শক্তি ও যোগ্যতাবলে নাস্তিকদের উপর বিজয়ী হতে চাচ্ছেন!!! তাইতো অনৈসালামিক অনেক হটকারী সিদ্ধান্ত নিচ্ছেন। আমিতো মনেকরি আমাদের সন্ত্রাসী প্রমান করতে ওরা সবসময় উন্মুখ হয়ে থাকে। আর আমরাও দয়ার সাগর হয়ে ওদের পরিকল্পনা সহজে বাস্তবায়ন করতে উঠেপড়ে প্রান উজাড় করে দিই।

হে আল্লাহ! আমাদের সবাইকে সঠিক বুঝ দাও।

বিষয়: বিবিধ

১২৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File