***বন্য হাতি সমাচার*** বন্যেরা বনে সুন্দর- শিশুরা মাতৃক্রোড়ে ড. আবদুল হক- পর্ব- ২
লিখেছেন লিখেছেন বুসিফেলাস ২০ এপ্রিল, ২০১৫, ১২:৩৩:০৮ দুপুর
প্রথম পর্ব
১১. নাছিরের ক্যাডার বাহিনী দ্বারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিম্মি। বিশ্ববিদ্যালয় গেটে তালা দেয়া, শাটল ট্রেন বন্ধ করা, চাঁদাবাজি, ছিনতাই, ভর্তিবানিজ্য, কর্মকর্তা ও ডেপুটি রেজিষ্ট্রারকে মারধর, নিয়োগ বানিজ্য, আটক বানিজ্য, ভাংচুর, সন্ত্রাস ও সংঘর্ষের তথ্য।
(ক) http://www.dainikamadershomoy.com/2014/11/25/178881.html#sthash.IUbpEVZU.dpuf
(খ) archive.prothom-alo.com/detail/news/157859
(গ)http://www.kalerkantho.com/print_edition/index.php?view=details&archiev=yes&arch_date=30-04-2011&type=gold&data=news&pub_no=506&cat_id=1&menu_id=43&news_type_id=1&index=5
(ঘ)http://www.jugantor.com/news/2014/06/11/110339
(ঙ) http://www.facebook.com/cunews/posts/691490014257746
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাছিরের পাঁচটি ক্যাডার বাহিনী রয়েছে। এগুলির নাম যথাক্রমে-
১. একাকার গ্রুপ ২. ড্রিম বয়েজ ৩. কনকর্ড গ্রুপ ৪. এপিটাপ গ্রুপ ৫. দিয়াজ, নাজিম ও মামুন গ্রুপ।
১২. ‘আ-যম নাছির’ আন্ডার গ্রাউন্ড ডন থেকে ক্লিন রাজনীতিবিদ।
beta.somewhereinblog.net/blog/shamim0007/30027737
১৩. চট্টগ্রামে টেন্ডার নিয়ে বন্দুকযুদ্ধে শিশুসহ নিহত-২ নাছির ক্যাডার লিমনসহ ৪৪ নেতাকর্মী রিমান্ডে।
(ক) http://www.manobkantha.com/2013/06/26/127251.html
(খ) bdnews24.com/politics/2013/06/24/al-fronts-clash-over-tender-2-killed-40-held
(গ) http://www.prothom-alo.com/bangladesh/article/159829
(ঘ) http://www.prothom-alo.com/bangladesh/article/249217
[পরে সবাই জামিন নিয়ে পার পেয়ে যায় অথচ বিরোধী জোটের কেউ বিনা মামলায় গ্রেফতার হলেও জামিন পেতে বছর পার হয়ে যায়]
১৪. চট্টগ্রাম জুড়ে ছাত্র ও যুবলীগের নৈরাজ্য চাঁদাবাজিতে দিশেহারা নগরবাসী। ফটিকছড়ির হাতির শুঁড়ের বিস্তার যেসব প্রতিষ্ঠানে। http://www.amardeshonline.com/pages/printnews/2013/06/18/204788
১৫. কমার্স কলেজ ছাত্রলীগ কেন্দ্রীক শীর্ষ সন্ত্রাসী মাছ কাদিরের গডফাদার নাছির। http://www.amardeshonline.com/pages/printnews/2013/06/18/204788
১৬. নাছির বাহিনী কতৃক পাঁচলাইশ থানায় হামলা ও কুখ্যাত ও.সি. প্রদীপকে লাঞ্ছিত করা। http://www.amardeshonline.com/pages/printnews/2013/06/18/204788
১৭. নাছির ক্যাডারদের গুলিতে নিহত লাশ ও স্বজনদের আহাজারি। (পৃ. ৩৭)
১৮. নাছির ও পুলিশের সখ্যতা। (৫৬ আসামিই জামিনে রিপোর্ট দ্রষ্টব্য)
১৯. নাছির বাহিনীর হামলা, লুটপাট, ভাংচুর, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সাংবাদিকদের উপর হামলা http://www.jugantor.com/last-page/2015/03/21/237890#sthash.r0xvNCqP.dpuf
২০. নাছিররের বিরুদ্ধে মামলা, পিপির ভূমিকা, আদালতের নোটিশ ও আদালতকে প্রভাবিত করা।
(ক) http://www.dainikazadi.org/details2.php?news_id=122&table=april2015&date=2015-04-02&page_id=1
২১. নাছির বাহিনীর ক্যাডারদের খুনের স্বীকারোক্তি। ছাত্রদল কর্মী আবিদকে বীভৎস উপায়ে হত্যা, পুলিশ হত্যাকারীদের খুঁজে পায়না কারণ হত্যাকারীরা নাছিরের বাসভবনে অবস্থান করে। http://www.somewhereinblog.net/blog/smartguy/29475346
২২. সেবাধর্মী হাসপাতাল ও ঔষধের দোকানে নাছিরের চাঁদাবাজি। ঐ
২৩. নাছির ক্যাডারদের ‘টর্চার সেল’ বীভৎস হত্যাকান্ড ও পুলিশের ভূমিকা। ঐ
২৪. আজম নাছির নিয়ন্ত্রিত ভিএক্স গ্রুপের ছেলেদের হাতে সিএফসি গ্রুপের সংখালঘু গরীব পরিবারের ছাত্র তাপস সরকার হত্যা। http://ctgnews.com/13/93015.php
এই হলো ফটিকছড়ির জঙ্গল থেকে উঠে আসা আন্ডার ওয়ার্ল্ডের ডন, যিনি নিজের শয়তানী সাম্রাজ্য বিস্তার করার মানসে মেয়র হতে চান। সত্যিই সেলুকাস- কি বিচিত্র এ দেশ! চট্টগ্রাম সিটি কলেজের একজন বয়োবৃদ্ধ প্রফেসর যিনি স্বপরিবারে আওয়ামী লীগার তিনি আমাকে আক্ষেপ করে বলেছেন, আজীবন আওয়ামীলীগ করেছি কিন্তু এই নাছিরের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে আমি ১৯৯১ সালের দিকে আমার ছেলেকে কমার্স কলেজে ভর্তি করার সাহস পাইনি। নেত্রী এরূপ ব্যক্তিকে মেয়র পদে নমিনেশন দিয়েছেন যার জন্য ভোট দিতে ভোট কেন্দ্রে যাওয়ার কোন ইচ্ছা আমার নাই।
চট্টগ্রামের মানুষ উদারতা, প্রশস্থ হৃদয় ও শান্তিপ্রিয়তার জন্য উপমহাদেশে খ্যাতি অর্জন করেছে। কিন্তু নূহ নবীর ছেলে যেরূপ ছিল সমাজ ও ধর্ম বিরোধী, লুত (আঃ) এর স্ত্রী যেমন ছিল স্বীয় স্বামী ও ধর্ম বিরোধী ঠিক আজম নাছিরও আলেমের পরিবার থেকে জন্ম নেয়া জালেম সন্তান। ছোট বেলায় বাবা হারিয়ে সে বখাটে ছেলেদের সাথে মিশে শান্তিপ্রিয় চট্টগ্রামের অশান্তির কারণ হয়েছে। তার নিয়ন্ত্রণে থাকা কমার্স কলেজের হোষ্টেল দীর্ঘ প্রায় ২৫ বছর যাবত বন্ধ রয়েছে। কমার্স কলেজ, এম,ই,এস কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ বর্তমানে সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছে। তার নিয়ন্ত্রিত এসব প্রতিষ্ঠান কেন্দ্রীক সন্ত্রাসীরাই শান্তিপ্রিয় চট্টগ্রামবাসীর ঘুম হারাম করেছে। এমতাবস্থায় নগরপিতার ন্যায় মহান পদে যদি কোনভাবে এরূপ ব্যক্তি আসীন হয় তবে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন-ধর্ষন-রাহাজানি, আটক বানিজ্য, ফেন্সিডিল, ইয়াবা, ভায়াগ্রা ও অস্ত্রব্যবসা প্রাতিষ্ঠানিক রূপ পাবে। চট্টগ্রামবাসী নিজঘরে পরবাসী হতে বাধ্য হবে। সুতরাং সময় থাকতে এই মাতাল হাতিকে রুখতে হবে নইলে তার ধার্মিক বাপদাদার ন্যায় কবরে গিয়েও ছটফট করতে হবে।
প্রত্যেক মুসলমানই জানে যে, ওয়ারিশদের নেক কাজের পুরস্কার পায় কবরবাসীরা এবং ওয়ারিশদের পাপ কাজের শাস্তিও পায় কবরবাসীরা। এমতাবস্থায় তার মরহুম ধার্মিক পূর্বপুরুষরা আলেম ও ধার্মিক লোকদের রক্তে রঞ্জিত ওয়ারিশ নাছিরের অপকর্মে নিশ্চয়ই কবরেও শান্তি পাচ্ছেন না। চট্টগ্রামবাসী আপনারা শান্তিতে থাকতে পারবেন কি? তার ক্যাডারবাহিনীর অত্যাচার-অবিচারের কথা চট্টগ্রাম ইউনিভার্সিটি, কমার্স কলেজ, এম,ই,এস কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজের বর্তমান ও সাবেক ছাত্রদের নিকট জানুন এবং ঐসব এলাকার ব্যবসায়ীদের নিকট থেকে শুনুন। তবেই বুঝতে পারবেন সে মেয়র হলে আপনাদের অবস্থা কেমন হবে।
আল্লাহ হাফেজ।
বিষয়: রাজনীতি
১৮১৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন