সাত সাগরের মাঝি ঃ মুর্শিদ-উল-আলম
লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ১১ জুন, ২০১৪, ০৯:২০:৫১ সকাল
জীবন সাগর পাড়ি দিয়ে
সাত সাগরের মাঝি
চলে গেছে অচীন দেশে
মরণের কারসাজি!
চলে গেছেন বহুত দূরে
লিখে গেছেন শব্দ
হাজার হাজার, বাঁচবে ওরা
লক্ষ হাজার অব্দ!
বুকে ভাসে ‘লাশ’এর ছবি
‘ডাহুক-এর ডাক কর্ণে
তাঁর লেখাতে বাংলা ভাষা
রঙিন হাজার বর্ণে!
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন