তোমার মুখের হাসি মুর্শিদ-উল-আলম
লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ১১ মে, ২০১৪, ১২:০৯:২০ দুপুর
তোমার মুখের হাসি! কী এক অপূর্ব রশ্মি তাতে
যেনো মুসার যাদুর লাঠি ছুঁয়ে নেমেছে প্রপাত
প্রশস্ত আকাশ আলোকিত করে বিশ্বকে মাতাতে
বিচ্ছুরিত হয়, শুষে নেয় নিষুতি নিষিক্ত রাত।
মিশরী উদ্যান থেকে রজনীগন্ধার রঙ মাখা
সহস্র হাজার তারা জ্বলে ওঠে বেআব্রু উল্লাসে
লুটোপুটি খেয়ে আঁকে রংধনুর অগণিত শাঁখা
শত অলংকারে সজ্জিত ওই মুখে ফুল ভাসে।
দুঃখের বরফ-কুচি গলে গলে চোখের পলকে
নন্দিত নির্ঝর হয়ে ছোটে দূর নায়াগ্রার পথে
উবে যায় বুকে বেদনার নীড়, হাসির ঝলকে
চন্দ্র সূর্য় নীহারিকা নৃত্যু করে উচ্ছাসের রথে।
এ হাসিতো হাসি নয়! অনাবিল আনন্দের কুঁড়ি
সমুদ্র সৈকতে মধ্য বসেন্তর পূর্ণিমার জুড়ি।
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চন্দ্র সূর্য় নীহারিকা নৃত্যু করে উচ্ছাসের রথে।
এ হাসিতো হাসি নয়! অনাবিল আনন্দের কুঁড়ি
সমুদ্র সৈকতে মধ্য বসেন্তর পূর্ণিমার জুড়ি
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন