তোমার মুখের হাসি মুর্শিদ-উল-আলম

লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ১১ মে, ২০১৪, ১২:০৯:২০ দুপুর



তোমার মুখের হাসি! কী এক অপূর্ব রশ্মি তাতে

যেনো মুসার যাদুর লাঠি ছুঁয়ে নেমেছে প্রপাত

প্রশস্ত আকাশ আলোকিত করে বিশ্বকে মাতাতে

বিচ্ছুরিত হয়, শুষে নেয় নিষুতি নিষিক্ত রাত।

মিশরী উদ্যান থেকে রজনীগন্ধার রঙ মাখা

সহস্র হাজার তারা জ্বলে ওঠে বেআব্রু উল্লাসে

লুটোপুটি খেয়ে আঁকে রংধনুর অগণিত শাঁখা

শত অলংকারে সজ্জিত ওই মুখে ফুল ভাসে।

দুঃখের বরফ-কুচি গলে গলে চোখের পলকে

নন্দিত নির্ঝর হয়ে ছোটে দূর নায়াগ্রার পথে

উবে যায় বুকে বেদনার নীড়, হাসির ঝলকে

চন্দ্র সূর্য় নীহারিকা নৃত্যু করে উচ্ছাসের রথে।

এ হাসিতো হাসি নয়! অনাবিল আনন্দের কুঁড়ি

সমুদ্র সৈকতে মধ্য বসেন্তর পূর্ণিমার জুড়ি।

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220158
১১ মে ২০১৪ দুপুর ১২:১৫
ব্যতিক্রম বলছি লিখেছেন : অ-সা-ধা-র-ণ । ধন্যবাদ ভাইয়া । Good Luck Good Luck
২২ জুলাই ২০১৪ দুপুর ০২:২৭
191909
মুর্শিদউল আলম লিখেছেন : আপনাকে স্বাগতম।
220161
১১ মে ২০১৪ দুপুর ১২:১৮
বিন হারুন লিখেছেন :
২২ জুলাই ২০১৪ দুপুর ০২:২৭
191910
মুর্শিদউল আলম লিখেছেন : ধন্যবাদ।
220163
১১ মে ২০১৪ দুপুর ১২:২০
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : অনেক সুন্দর হয়েছে কবিতা।
২২ জুলাই ২০১৪ দুপুর ০২:২৭
191911
মুর্শিদউল আলম লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ।
220201
১১ মে ২০১৪ দুপুর ০২:১০
কইবো কথা বাসর রাতে লিখেছেন : উবে যায় বুকে বেদনার নীড়, হাসির ঝলকে
চন্দ্র সূর্য় নীহারিকা নৃত্যু করে উচ্ছাসের রথে।
এ হাসিতো হাসি নয়! অনাবিল আনন্দের কুঁড়ি
সমুদ্র সৈকতে মধ্য বসেন্তর পূর্ণিমার জুড়ি

ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ জুলাই ২০১৪ দুপুর ০২:২৮
191912
মুর্শিদউল আলম লিখেছেন : আপনানে স্বাগতম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File