হ্যাপি মা দিবস
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১১ মে, ২০১৪, ১১:৪৬:৩৭ সকাল
আজ আমার মন ভাল নেই,
কেন ভাল নেই সেটা বুঝতে আমার অনেক দেরী হল
আমার অফিসের এক বন্ধু আজ সকালে এসে আমার কাছে একটা ছবি নিয়ে এসে বলেন
এই ছবি যেন মা দিবসের এক কার্ডের সাথে সংযুক্ত করে দেই।
সে এটা ফেইজবুকে প্রচার করবে।
সে আজ নতুন করে তার মায়ের কাছ থেকে পদধুলি নিয়ে আশির্বাদ নিয়েছে।
তার এই ধরনের কথা আমার মন যেন নড়ে উঠলো, আমি তখন বুঝতে পারি আজ আমার মন কেন ভাল নেই,
আমার মায়ের কথা মনে পড়তে আমার ৩০ বছর জীবনের মা ছাড়া কষ্টের কথা মনে পড়ে গেলো।
আহা! সুখ পাখি আমি কোথায় হারিয়ে ফেলেছি।
বিষয়: বিবিধ
১৩২৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মা বললেন আমার সব আছে কিছু লাগবে না বাবা. তুমি ভালভাবে খানা-পিনা খাবে শরীরের যত্ন নেবে. বাবা নাকি আমি দেশে যাওয়ার খবর শুনে দিন গুনছে ক্যালেন্ডার হাতে নিয়ে. মা-বাবার এই বন্ধন আল্লাহ'র দেয়া অশেষ রহমত ছাড়া আর কিছু নয়.
আমার মায়ের জন্য বলছে জায়নামাজের বিছানা,
ও বলতে ভুলে গেছি আমার এক বান্ধবীর জন্য একটা কেমারা আনবা বুঝলে>>>>>>>??????
মন্তব্য করতে লগইন করুন