হ্যাপি মা দিবস

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১১ মে, ২০১৪, ১১:৪৬:৩৭ সকাল



আজ আমার মন ভাল নেই,

কেন ভাল নেই সেটা বুঝতে আমার অনেক দেরী হল

আমার অফিসের এক বন্ধু আজ সকালে এসে আমার কাছে একটা ছবি নিয়ে এসে বলেন



এই ছবি যেন মা দিবসের এক কার্ডের সাথে সংযুক্ত করে দেই।

সে এটা ফেইজবুকে প্রচার করবে।

সে আজ নতুন করে তার মায়ের কাছ থেকে পদধুলি নিয়ে আশির্বাদ নিয়েছে।

তার এই ধরনের কথা আমার মন যেন নড়ে উঠলো, আমি তখন বুঝতে পারি আজ আমার মন কেন ভাল নেই,

আমার মায়ের কথা মনে পড়তে আমার ৩০ বছর জীবনের মা ছাড়া কষ্টের কথা মনে পড়ে গেলো।

আহা! সুখ পাখি আমি কোথায় হারিয়ে ফেলেছি।

বিষয়: বিবিধ

১৩২৭ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220143
১১ মে ২০১৪ সকাল ১১:৪৭
স্ফুলিঙ্গ লিখেছেন : আমাদের প্রত্যেকটা দিনই হোক মা' দিবস।
১১ মে ২০১৪ সকাল ১১:৫৭
167805
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : প্রত্যেক দিনেই প্রত্যেক মুহুর্তেই মাকে ভালবাসা উচিত।
220150
১১ মে ২০১৪ দুপুর ১২:০৩
বিন হারুন লিখেছেন : সেদিন মাকে জিজ্ঞেস করি মা আপনার জন্য কি আনব?
মা বললেন আমার সব আছে কিছু লাগবে না বাবা. তুমি ভালভাবে খানা-পিনা খাবে শরীরের যত্ন নেবে. বাবা নাকি আমি দেশে যাওয়ার খবর শুনে দিন গুনছে ক্যালেন্ডার হাতে নিয়ে. মা-বাবার এই বন্ধন আল্লাহ'র দেয়া অশেষ রহমত ছাড়া আর কিছু নয়.
১১ মে ২০১৪ দুপুর ১২:০৭
167810
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : বউ থেকে জিজ্ঞাস করলে বলতো যে আমার জন্য সেমসাং গ্লাসকি আনবা, আমার ভাই আমাকে বলছে তার জন্যও একটা লাগবে, আমার বোনের জন্য মেকাপের বাক্স আনবে
আমার মায়ের জন্য বলছে জায়নামাজের বিছানা,
ও বলতে ভুলে গেছি আমার এক বান্ধবীর জন্য একটা কেমারা আনবা বুঝলে>>>>>>>??????Liar Liar Liar Liar Liar Liar Liar
220156
১১ মে ২০১৪ দুপুর ১২:১৩
ব্যতিক্রম বলছি লিখেছেন : ওমা মা দিবস কি আজ ! আমিতো গতকাল ফুল দিয়ে দিলাম ! আজ কি আবার দিতে হবে ?
১১ মে ২০১৪ দুপুর ১২:১৬
167822
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : এই জন্য মা রাগ করবেনা, তবে বউ দিবসের দিনে ফুল যদি একদিন আগে বউকে দিতেন তাহলে তো খবর ছিল!! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১ মে ২০১৪ দুপুর ১২:২৩
167825
ব্যতিক্রম বলছি লিখেছেন : ভাইয়া ধন্যবাদ Good Luck Good Luck
220203
১১ মে ২০১৪ দুপুর ০২:১১
কইবো কথা বাসর রাতে লিখেছেন : ৩০ বছর জীবনের মা ছাড়া কষ্টের কথা মনে পড়ে গেলো।


Sad Sad Sad Sad
১১ মে ২০১৪ দুপুর ০৩:৪৪
167898
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File