তোমার প্রেম

লিখেছেন লিখেছেন জোনাকি ০৭ আগস্ট, ২০১৩, ০৯:৩০:৩০ সকাল



এত দোষ করি দিন রাত ধরে

তবুও যে তুমি দাও ক্ষমা করে,

পাঠিয়ে দাও বৃস্টি আমার জন্য

নিরবে গোপনে আমাকেই কর ধন্য।

Happy তোমার দানের সিমা পরিসিমা নেই

তোমার দয়ার তুলনা কিভাবে দেই?

Sad

এতো ভুল করি বেখেয়াল হই

বুঝেও বুঝিনা দূরে দূরে রই,

সকাল সাজাও তবুও রোদের দ্যুতিতে

জড়িয়ে রাখ ভালবাসা ও প্রিতিতে।

Love Struck তোমার প্রেমের সিমা পরিসিমা নেই

তোমার গুণের তুলনা কোথাও নেই

~২০০৯

বিষয়: বিবিধ

১৮৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File