১৮ বছর বয়সের আগে যৌনাচার বৈধ হলেও বিয়ে করা অবৈধ !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৭ আগস্ট, ২০১৩, ০৯:০২:৫৮ সকাল
মেয়েটির বয়স ১৭, কিন্তু এখন শিশু ! মানে বিয়ের বয়স হয়নি ! আর কত বয়স হলে বিয়ের বয়স হবে ? (http://www.bbc.co.uk/bengali/news/2013/08/130806_mb_bangla_sylhet_british_fatema_forcedmarriage.shtml)
পশ্চিমা দেশগুলোতে কুমারি মাতার সংখ্যা কমান বা গর্ভবতী হয়ে পড়ার হাত থেকে রক্ষার জন্য স্কুলগুলোতে কন্ডমের গুনাগুন ও ব্যবহার বিষয়ে সচেতন করে তোলা হয় । কিন্তু মুসলিম প্রধান দেশগুলো কি করবে ? তারাও কন্ডম ব্যবহারে মেয়েদের উৎসাহিত করবে ?
কুষ্টিয়ার দেড়শতক হাকান আদর্শ শিক্ষক পান্না মাষ্টারের সম্ভোগের শিকার যেসব মেয়েরা হয়েছে, তাদের আনুমানিক বয়স ১৮ বছরের নীচেই (১৩-১৬) হবে । কিন্তু কই, কোন মেয়েতো অসুস্হ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এমন কথা শুনা যায়নি !! কোন মেয়ে ঐ লম্পটের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে এ কথাও শোনা যায়নি!! তাহলে ১৮ বছরের বাধ্যবাধকতা কেন ? বিয়ের পরে অনেকের পড়াশুনা হয়না তাই ? কিন্তু শিক্ষিত করতে গিয়ে মেয়েরা পান্না মাষ্টারের ব্যক্তিগত সম্পত্তি হলে এই শিক্ষা সমাজকে কি দিল !!!
১৪ বছরের ক্ষুদে গানরাজ ঝুমা পালিয়ে বিয়ে করেছে দিনকতক হতে চলল ! কই সেওতো অসুষ্হ হয়ে হাসপাতালে ভর্তি হয়নি !!বরং নিজেই গর্ব করে বলছে, আমি তাকে ভালবেসে নিজেই তার হাতধরে সংসারী হয়েছি !!মেয়েদেরকে ইচ্ছার বিরুদ্ধে বা তার অমতে অপ্ছন্দের পাত্রের সহিত জোর করে বিয়ে দেয়া যেমন ঠিকনা, তেমনি মেয়ের পছন্দ হলেই গানরাজের মত একজনের সাথে বের হয়ে যেতে দেয়াও ঠিকনা ।
ধনীর দুলালীদের গরীবের কন্যাদের সাথে একি বিবেচনায় নিয়ে আইন করাও ঠিকনা ।
বিষয়: বিবিধ
১৭৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন