আজ আমার জন্মদিন
লিখেছেন লিখেছেন দারবিশ ১৩ মার্চ, ২০১৪, ১২:২২:০০ দুপুর
যদিও মন ভাল নেই
তবুও
আজ আমার জন্মদিন
হেঁটে হেঁটে এই রাত অবধি
কতগুলো সকাল পেরিয়ে এলাম
কতগুলো মেঠো পথ, শিশির ভেজা ঘাস
স্নেহের উষ্ণতা, নিঃশব্দ ভালবাসা
রাতে জন্মেছিলাম বলে হয়তো এখনো
রাতকে বড় বেশি ভালবাসি
রাতকে ভালবাসি কিন্তু অন্ধকার নয়
আমি আমার ভেতর একধরনের আলো জ্বেলে বসে থাকি
নিঃসঙ্গে নিঃশব্দে একাকী
অনেক শব্দের ভেতর থেকে খুঁজে নিই আমার শব্দ
সুরের ভেতর থেকে আমার সুর
আমি জানি অবিশ্বাসীরা কাপুরুষ হয়ে থাকে
একজন যিনি আছেন দৃশ্যের চেয়ে সত্য
আমার কলমের দিকে চেয়ে থাকেন তিনি
আমার বুকের ভিতর শব্দের লুকোচুরি দেখে তিনি হাসেন
না বলা কথাগুলো কি অবলীলায় প্রকাশ হয়ে যায়
তবূও আমি ভয় পাই না
শুধু মনে হয়-
তাঁকে আমি বিশ্বাস করি বলে
তিনি আমাকে ভালবাসেন
আর ভালবাসাই জন্মের নিয়তি।
১৪/০১/১৪
বিষয়: সাহিত্য
৩১৯৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাবে তুমি পাবে ভাই একদিন সুখের দেখা।
বিঁধবে, তবু সরিয়ে নিও পা'টা।
ধন্যবাদ সব্বাইকে।
মন্তব্য করতে লগইন করুন