গান- বাড়ির পথ
লিখেছেন লিখেছেন দারবিশ ০১ অক্টোবর, ২০১৬, ০১:৫৪:২১ রাত
বাড়ি যাব বাড়ি যাব করছি কত হাঁকাহাঁকি
আহার বিহার ছেড়ে করছি বাড়ির নকশা আকাআকি।।
পথের উপর পথ চলে যায় তার পাশে এক নদী
সেই নদীতে ডুবে থাকি সূর্য রঙের পাখি।।
বাড়ি যাব হয়না যাওয়া একলা ঘুরি পথে পথে
বাড়ির দিকে পথ চলে না একলা আমার থাকাথাকি।।
বিষয়: বিবিধ
৯৭৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন