আগন্তুক ঈগলের ডিম
লিখেছেন লিখেছেন দারবিশ ১৭ এপ্রিল, ২০১৪, ০৩:৩১:৪৫ দুপুর
আমরা একজন রাজপুত্র খুঁজছি
আমরা একজন রাজকণ্যা খুঁজছি
আমরা কখনও রাজা দেখিনি
কখনও রাণীও দেখিনি
তবুও শহরময় বিজ্ঞাপনের জাল ফেলে
খুঁজছি একজন রাজপুত্র
খুঁজছি একজন রাজকন্যা।
শহরের সভ্য নাগরিক
কোন সংবাদ দিতে পারে না আমাদের
আমরা অপেক্ষায় থাকি
এক সূর্যোদয় থেকে অন্য সূর্যোদয়ে।
রাজপুত্রের অভাবে
রাজকণ্যার অভাবে
জংধরে গেছে আমাদের ঘড়ির কাঁটায়
থেমে গেছে আমাদের প্রেম ও বাজারের বংশবিস্তার
অথচ অনেক আগে একদিন
আমরা শুনেছি রাজা মৃগয়া থেকে চলে গেছেন
বাঘের পেটে
আর রাণী
দুটি মৃত সাপ জন্ম দিয়ে
পাড়ি জমিয়েছেন পরপারে।
আমাদের অস্থির উদ্বেগের মধ্যে
একদিন রটে গেল এক অবাক খবর
শহরের ব্যস্ততম বহুতল ভবনের ছাদের উপর
দুটি ডিম দিয়েছে
এক আগন্তুক ঈগল নারী
আজ তার নিলাম
আমরা সকল দলিলপত্র নিয়ে লাইন ধরলাম
আর আশা করলাম
ডিম ফুটে আমরা পাব
একজন রাজপুত্র
একজন রাজকণ্যা।
বিষয়: সাহিত্য
১২১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন