যাচ্ছি পথিক

লিখেছেন লিখেছেন দারবিশ ০৪ অক্টোবর, ২০১৬, ১০:৫৫:৪৭ সকাল

যাব বলে দাঁড়িয়ে আছি নদীর বাঁকে

নদীর পানি উলট পালট কোন খেয়ালে

ঘাটটা তবু চিরচেনা এই আঁধারে

যাচ্ছি আমি একা পথিক কে আটকাবে

আমার সাথে কে কে আছে ভাবছিনাতো

ভাবতে গেলে পথটা ভুলে হারিয়ে যাব

চিনি তাকে পথের সাথী বন্ধু প্রিয়

ওপারে যে অপেক্ষাতে আমায় নেবে।

বিষয়: সাহিত্য

১১২৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378281
০৪ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:৩১
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ।
০৫ অক্টোবর ২০১৬ দুপুর ০১:৫০
313505
দারবিশ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File