শিরোনামহীন

লিখেছেন লিখেছেন দারবিশ ১৬ মার্চ, ২০১৩, ১২:৪১:৫২ রাত

আব্দুল্লাহ নূর’র কবিতা



যাব বলে দাঁড়িয়ে আছি নদীর বাঁকে

নদীর পানি উলট পালট কোন খেয়ালে

ঘাটটা তবু চিরচেনা এই আঁধারে

যাচ্ছি আমি একা পথিক কে আটকাবে

আমার সাথে কে কে আছে ভাবছিনাতো

ভাবতে গেলে পথটা ভুলে হারিয়ে যাব

চিনি তাকে পথের সাথী বন্ধু প্রিয়

ওপারে যে অপেক্ষাতে আমায় নেবে।



গভীররাতে অন্ধকারে ছাদের পরে

একা একা ভাববে তুমি আমার কথা

মনে মনে হাসতে গিয়ে চোখের কোনে

জমবে পানি উঠবে জেগে অতীত ব্যথা

কষ্টগুলো ভাসিয়ে দিয়ো তারার নামে

দেখবে আমি আসছি ফিরে চাঁদের খামে।

বিষয়: সাহিত্য

১৩১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File