মানুষের আশা দীর্ঘজীবী হোক।

লিখেছেন লিখেছেন দারবিশ ১৬ এপ্রিল, ২০১৪, ০৫:১৯:২৯ বিকাল

পৃথিবীতে একমাত্র মানুষই আশাবাদি প্রাণী। দৃশ্যমান পৃথিবীতে আমরা যে সকল প্রাণী দেখি তাদের আশার সাথে আমরা পরিচিত নই কেননা তাদের আশার ভাষা আমরা বুঝিনা। মানুষের আশা আছে আর আছে আশা প্রকাশের ভাষা। মানুষ তার অভ্যস্ত ভাষায় আশার কথা জানান দেয়। মানুষ বলে বা লিখে তার আশা, তার ভাবনা, তার অতীত বর্তমান ভবিষ্যৎ প্রকাশ করে দেয়। সে দুঃখকে অতিক্রম করে যেতে চায়। সে সুখকে স্পর্শ করতে চায়। সুখের আশায়, সুন্দরের আশায় মানুষ ভালবাসে আবার ঘৃণা করে। মানুষ হিংসার জন্ম দেয় তার সফলতার জন্য, সুখি হবার জন্য।

আশা পুরনের জন্য মানুষ মানুষকে অতিক্রম করার চেষ্টা করে সবসময়। সে সবসময় ভাবে তার আশা হবে সমাজের আর দশজন মানুষের চেয়ে উত্তম, কাঙ্ক্ষিত এবং মহৎ। এই ভাবনা তাকে কখনো কখনো লোভী, হিংসুক হিসেবে প্রতিষ্ঠা করে। মানুষের ঘৃণা, লোভ, হিংসার কাছে একসময় আশা পরাজিত হয়। তার সাথে পরাজিত হয় তার ভাষা, তার ভালবাসা। সমাজে তখন আশার পরিবর্তে প্রতিষ্ঠিত হয় জিঘাংসা। একজন মানুষ উত্তেজিত হয়ে অন্যজনকে খুন করার কথা ভাবে – হয় সেটা শারীরিক অথবা মানসিক ও আর্থিক অথবা অন্যভাবে।

এরপরও মানুষের ভাষা তার আশাকে বাঁচিয়ে রাখে। আশা তার ভাষার মাধ্যমে প্রকাশিত হয়।

বিষয়: বিবিধ

১৪৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208869
১৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আশা আছে তাই ভালোবাসা আছে

১৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৫
157592
দারবিশ লিখেছেন : মানুষের আশা আছে আর আছে আশা প্রকাশের ভাষা। @হারিয়ে যাবো তোমার মাঝে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File