পাতি মন্ত্রির জয়!
লিখেছেন লিখেছেন কথার কথা ১৩ মার্চ, ২০১৪, ১২:২৫:০৮ দুপুর
আরিফ খাঁন জয়
মনেতে নেই ভয়
পায়ের খেলা হাতের খেলায়
জয়ী হতে হয়।
জয় খাঁন, জয় জয়
পাতি মন্ত্রির জয়
নেটে গুতোয় পেটে গুতোয়
হবেনা তার ক্ষয়।
শ্রদ্ধেয় মইনুল আহসান সাবের তার ফেসবুক স্ট্যাটাসে একজন ক্ষমতাবান মন্ত্রী মহোদয় সম্পর্কে নিচের স্ট্যাটাসটি দেন। আমিও তাই হঠাৎ উপরের ছড়াটি লিখে ফেললাম।
"মধ্যরাতে তিনজন সঙ্গী নিয়ে সন্ত্রাসী ধরতে এক বাড়িতে হানা দিয়েছিলেন উপমন্ত্রী আরিফ খান জয়। পুলিশের সাহায্য তিনি নেননি। এ খবরটি প্রশংসা করার মতো। অথচ পত্রিকা লিখেছে বাঁকা ভাবে। মন্ত্রী হওয়ার আগে তিনি ফুটবল খেলা চলার সময় পিস্তলসহ স্টেডিয়ামে ঢুকে পড়েছিলেন। সেটাও প্রশংসা করার মতো ব্যাপার ছিল। কারণ পিস্তল তিনি হাতে না নিয়ে নিয়মমাফিক হোলস্টারে রেখেছিলেন।
ছোটবেলার পর আগ্রহ হারিয়ে ফেলা সার্কাসে আবার আনন্দ খুঁজে পাচ্ছি।"
বিষয়: বিবিধ
১১৫৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন