***রোজার আহবান***
লিখেছেন লিখেছেন egypt12 ০১ জুলাই, ২০১৪, ০৭:৩২:৫৯ সন্ধ্যা
বছর ঘুরে এসেছে রোজা
বেড়েছে খোদার মায়া,
রমজানেতে পাই রহমত
পাই মায়ার ঐ ছায়া।
.
মুমিন করে সাওম পালন
নিষ্ঠা থাকে ভরা,
এই মাসেতে ইবলিসেরা
পড়েছে হাতকড়া।
.
এই মাসেরই মায়ার কথা বলব
কিগো তোমায়,
এই মাসটি পেয়েছে মুমিন
শুকরিয়া সে জানায়।
.
মিথ্যে জ্বালাও সত্য আনো
এই মাসেতে সোজা,
এই মাসেতে বাড়াও ইমান
কমাও পাপের বোঝা।
.
খোদাই জানেন আসবে কি আর
এই মায়াবী মাস,
সামনে রোজা আসার আগেই
কবরে আবাস।
.
এমন যদি হয়রে মুমিন
এতেই লাগে শঙ্কা,
তাইতো মুমিন স্মরছে রবে
ইবাদতের ক্ষণটা।
.
রোজার প্রাপ্তি অনেক বড়
আল্লা(হ) নিজে দেবেন,
এই মাসেতে আল্লা(হ) সবার
নিষ্ঠা মেপে নেবেন।
.
রহমতে আর মাগফেরাতে
নাজাত পাবে যারা,
তারাই সফল তারাই মুমিন
মাখলুকাতের সেরা।
.
আল্লা(হ) তুমি আমাকে দাও
হেদায়াতের সুধা,
পাপে ডুবে বুকে জাগে
তোমায় পাবার ক্ষুধা।
.
মনটি তোমার তোমার দয়া
পেতে কতনা ব্যাকুল,
তোমায় স্মরি সরল মনে
দয়ার পাইনা কূল।
.
কলব ভরা কালো ছায়া
গায়ে পাপের ছাপ,
কেমনে পাবো তোমায় খোদা
সরল পথের ধাপ।
.
দয়া যদি না পাই খোদা
ব্যর্থ জীবন হায়,
রঙিন মায়া সাঙ্গ হবে
গ্রাশবে মরন তায়।
.
তাইতো বলি রোজা রাখ
ওহে মুসলমান,
পাপটি ধুয়ে নাজাত খোঁজ
আমার আহবান।
বিষয়: সাহিত্য
১৪০৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাথে
রাশি রাশি ভালো লাগা রেখে গেলাম। অনেক সুন্দর হয়েছে।
আল্লা(হ) নিজে দেবেন,
এই মাসেতে আল্লা(হ) সবার
নিষ্ঠা মেপে নেবেন।
এটাই সত্য । তাই এই সত্য উপলব্ধি করে রোজা পালনের মাধ্যমে অতীত গোনাহ কমিয়ে আনার চেষ্টা করা উচিত।
মন্তব্য করতে লগইন করুন