মধ্যপ্রাচ্যে কেমন আছি আমরা ( পর্ব -১২ )
আইনকে ভয় নয় সম্মান দেওয়া চাই
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০১ জুলাই, ২০১৪, ০৮:০৪:১৮ রাত
মোহাম্মদ হানিফ বাংলাদেশী এই প্রবাসী আমিরাতে আছেন অনেক বছর থেকে। উনি একটি অফিসে চাকুরী করেন তার অফিস যাতায়াত ছিল পায়ে হেটে ,বাসা থেকে মাত্র ৩ মিনিট সময় লাগে অফিস যেতে। প্রতিদিনের মত সেদিনও আসছিলেন অফিসে আসার সময় বড় একটি গর্তে পরে গিয়ে কিছুটা ব্যাথা পান পায়ে। সেদিন মেইন রোডের পাশে একটু গর্তে করে কারেন্টের লাইনের মেরামত চলছিল সেটা তিনি লক্ষ্য করনে নাই।
অফিস এসে বিষয়টা শেয়ার করলেন , অনেকে পরামর্শ দিলেন পুলিশের কার্যালয়ে গিয়ে কমপ্লেন দিতে হানিফ সাহেব ও পুলিশ অফিসে যাওয়ার জন্য তৈরী। যেমন কথা তেমন কাজ পুলিশের কাছে কমপ্লেন করা হলো মামলা হলো মামলা আদালত পর্যন্ত পৌছে গেল। মামলার রায় হানিফ সাহেবের পক্ষে আসলো কারণ ছিল যখন কাজ করা হচ্ছিল তখন যে সিগনাল ফ্লেগ লাগানো হয়েছিল তার রং কিছুটা হালকা হয়েগেছিল তাই।
চিন্তা করে দেখেন যে দেশে সরকারের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা পয়সায় মামলা দিয়ে মামলায় জয়ী হওয়া যায় সে দেশের আইন সম্পর্কে।
আইন সবার জন্য সমান তা দেখার জন্য মধ্যপ্রাচ্যের দেশ নজির সরূপ।আইনের প্রতি ভয় নয় সম্মান দেখাতে জানলে দেশ পরিবর্তনে অনেকটা সহায়ক হয়। তবে আইনের লোক ও হওয়া চাই ন্যায়বান ও বিবেকবান।
এক দিন সকালে প্রতিদিনের মত আমি আমার কর্মস্থলে যাচ্ছিলাম। প্রায় ৮ মিনিটের রাস্থা আমাকে পায়ে হেটে যেতে হয়।আমি একা একা যাচ্ছিলাম প্রায় ৩ মিনিট যাওয়ার পর একটি গাড়ি দেখতে পেলাম দাড় করানো আমি যখন পাশে গেলাম তখন গাড়ির ভেতর ড্রাইবার বসা ছিলেন আর বাহিরে থেকে পুলিশ ড্রাইবারের সাথে কথা বলতেছে। আমার আর বুঝতে বাকি রইলো না মুখালিফা (ফাইন )দেওয়া হচ্ছে এই গাড়িকে।আমি সামান্য রাস্থা যাওয়ার পর পেছনে থাকিয়ে দেখলাম পুলিশ চলে গেছে আমি ফিরে এসে মিসরীয় ড্রাইবারের কাছে জানতে চাইলাম কেন ফাইন দেওয়া হলো জবাবে ড্রাইবার বলেছেন মাত্র এক মিনিটের জন্য গাড়ি রাস্তায় রেখে দোকানে গেছিলাম সিগারেট আনতে এসে দেখি পুলিশ ফাইন লিখে রেখেছে।আমার আর কি বলার নিরব হয়ে আমার গন্তব্যে চলে গেলাম। ............... ( চলবে )
বিষয়: বিবিধ
১১৭৭ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সারা বিশ্বে ট্রাফিক আইন রয়েছে। উন্নত বিশ্বে
যে খানে সে গাড়ী পার্ক করা যায় না। পার্কিং
জন্য এড়িয়া এবং মিটার রয়েছে। আওয়ারলি ফি দিতে হয়।
এটাই আমাদের দেশের চরম ব্যার্থতা আবার এরাই যখন বিদেশে আসেন তখন আইন মেনে চলেন তাহলে আমাদের দেশে আইন মানতে দোষ কিসে?
মন্তব্য করতে লগইন করুন