"আমি ভালবাসি"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০১ জুলাই, ২০১৪, ০৭:০৭:১৫ সন্ধ্যা
আমি আলোকে ভালবাসি অন্ধকার নয়
ফুলকে ভালবাসি ভুলকে নয়!
আমি দুঃখের অনলে পুঁড়তে ভালবাসি
কাউকে পোঁড়াতে নয়!
আমি বিজয় ভালবাসি পরাজয়কে নয়
সত্য ও সততাকে ভালবাসি মিথ্যাকে নয়!
আমি সুন্দরকে ভালবাসি অসুন্দরকে নয়
বড়দেরকে সম্মান করতে ভালবাসি অসম্মান নয়!
ছোটদেরকে আদর করতে ভালবাসি কাঁদাতে নয়
আমি রোগীকে সেবা করতে ভালবাসি অবহেলা করতে নয়!
জিহাদের ময়দানে লড়াই ভালবাসি পলায়ন করতে নয়
আমি দরিদ্র থাকতে ভালবাসি জালেম বাদশাহ হতে নয়!
সবার মুখের হাসি ভালবাসি একাকি নিজে হাসতে নয়
আল্লাহর ভয়ে কাঁদতে ভালবাসি কাউকে কাঁদাতে নয়!
মাহবুবাহ্
২৮ শে জুলাই ২০০৫
বিষয়: সাহিত্য
১২৭৩ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহর ভয়ে কাঁদতে ভালবাসি কাউকে কাঁদাতে নয়! সুন্দর! বহুত সুন্দর! ভালোলাগা হৃদয় ছুঁয়ে গেলো!
অাল্লাহ অাপনাকে উত্তম জাজা দান করুক।
অামিন।
ব্লগকে ভালবাসি,ব্লগারকে নয়
মন্তব্য করতে লগইন করুন