***ব্যর্থ কবির কথা***

লিখেছেন লিখেছেন egypt12 ০১ জুলাই, ২০১৪, ০৯:০১:২২ সকাল



অস্রু গুলো শুকিয়ে গেছে

তারাও আজ ঝড়েনা অঝোরে,

কান্না ধ্বনি বন্ধ হল-

সেটাও আজ ভাসেনা ইথারে।

.

আমি আত্মচিৎকার

ইথারে ছড়িয়ে জানাতে চাই;

এক ব্যর্থ কবি

কেঁদেছিল যার স্বপ্ন নাই।

.

জানি ইথারও বইতে চাইবে না

এই ব্যর্থ বোঝা,

তাই দুঃখ পেলাম-

অঝোর কান্নায়; চোখ ভেজা।

.

যদি কান্না গুলো

করতে পারে হাল্কা মন-

আমি ঝরনা হবো-

ভরাবো নদী; এই এখন।

.

২৩.০৬.১৪

বিষয়: সাহিত্য

১২৮৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240527
০১ জুলাই ২০১৪ দুপুর ০১:৪৩
আমি মুসাফির লিখেছেন : কবিতায় ভাল পারদর্শী । অনেক ধন্যবাদ।
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
186785
egypt12 লিখেছেন : ধন্যবাদ মি.মুসাফির Love Struck
240551
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৪
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : হে কবি. দারুণ হয়েছে!
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
186786
egypt12 লিখেছেন : ধন্যবাদ মিজান ভাই Love Struck
240579
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৫
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার শব্দ গাঁথূনী অনেক সুন্দর। সসীমের মাঝে অসিমের উপস্থিতি। ধন্যবাদ।

০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
186787
egypt12 লিখেছেন : দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরও ক্ষমতা দেন Love Struck
240660
০১ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কবিরা ব্যার্থ হয় নাকি????

কেউ না পড়লেও তো দাবি করে তার কবিতা বিশ্বের সেরা.....
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
186789
egypt12 লিখেছেন : ভাই আমি তো ব্যার্থতার দায় মেনে নিলাম তবে পদত্যাগ করতে পারলাম না কারণ কবির পদ থেকে পদত্যাগ করা যায় না Broken Heart

আর আমার কবিতা আমি ভালো বলেও দাবী করিনা...আপনারাই জানেন আমি কেমন Tongue
240788
০২ জুলাই ২০১৪ রাত ০৩:২১
ভিশু লিখেছেন : সুন্দর যাচ্ছে আপনার কবিতার দিনগুলো!
খুব ভালো লাগ্লো...Happy Good Luck
০২ জুলাই ২০১৪ সকাল ০৮:৫৪
186897
egypt12 লিখেছেন : আসলেই সুন্দর যাচ্ছে Love Struck Tongue
240808
০২ জুলাই ২০১৪ সকাল ০৭:৩২
জোবাইর চৌধুরী লিখেছেন : চমৎকার, ভালো লাগল, দোয়া করি আরো এগিয়ে যাবেন। ধন্যবাদ।
০২ জুলাই ২০১৪ সকাল ০৮:৫৪
186898
egypt12 লিখেছেন : আপনাদের অনুপ্রেরণা ও দোয়াই আমার চলার পাথেয় Love Struck
245395
১৭ জুলাই ২০১৪ সকাল ০৮:৫৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার কবিতাগুলো বেশ ভালই লাগছে, চালিয়ে যান।
২০ জুলাই ২০১৪ রাত ০৯:৩৯
191288
egypt12 লিখেছেন : দোয়া করবেন ভাই যেন সত্যের পথে থাকতে পারি Praying
247609
২৩ জুলাই ২০১৪ রাত ০৮:২১
বিনীত তারেকুল ইসলাম লিখেছেন : ব্যর্থ বলেই তো কবিরা কবি হয়ে ওঠে, কী বলেন ভাই? কবিতার জন্যই তো জন্ম, কবিতার জন্যই কিছু লেখা....
অনেক ভালো লিখেছেন।
২৪ জুলাই ২০১৪ সকাল ০৯:১৩
192378
egypt12 লিখেছেন : তবে ব্যর্থতাই হোক আমার পথ কি বলেন ভাই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File