***ব্যর্থ কবির কথা***
লিখেছেন লিখেছেন egypt12 ০১ জুলাই, ২০১৪, ০৯:০১:২২ সকাল
অস্রু গুলো শুকিয়ে গেছে
তারাও আজ ঝড়েনা অঝোরে,
কান্না ধ্বনি বন্ধ হল-
সেটাও আজ ভাসেনা ইথারে।
.
আমি আত্মচিৎকার
ইথারে ছড়িয়ে জানাতে চাই;
এক ব্যর্থ কবি
কেঁদেছিল যার স্বপ্ন নাই।
.
জানি ইথারও বইতে চাইবে না
এই ব্যর্থ বোঝা,
তাই দুঃখ পেলাম-
অঝোর কান্নায়; চোখ ভেজা।
.
যদি কান্না গুলো
করতে পারে হাল্কা মন-
আমি ঝরনা হবো-
ভরাবো নদী; এই এখন।
.
২৩.০৬.১৪
বিষয়: সাহিত্য
১২৮৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেউ না পড়লেও তো দাবি করে তার কবিতা বিশ্বের সেরা.....
আর আমার কবিতা আমি ভালো বলেও দাবী করিনা...আপনারাই জানেন আমি কেমন
খুব ভালো লাগ্লো...
অনেক ভালো লিখেছেন।
মন্তব্য করতে লগইন করুন