আলহামদুলিল্লাহ চাকুরিটা পেতে চলেছি
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০১ জুলাই, ২০১৪, ০৯:৫১:২৯ সকাল
৩বার ইন্টারভিউ এর পর আমাকে সিলেক্ট করল। আগামীকাল ইনশাআল্লাহ তারা হায়ার করতে যাচ্ছে। ইন্টারভিউ বোর্ডে নাস্তানাবুদ করার চেষ্টা করেছিল ব্যপক ভাবে, কিন্তু পুরো কন্ট্রোল নিযে নিয়েছিলাম এবং শেষ পর্যন্ত বহাল তবিয়তে ছিলাম। .....আমেরিকাতে চাকুরীর ব্যাপারে আমার বেশ কিছু দারুন অভিজ্ঞতা হয়েছে। একদিন শেয়ার করার ইচ্ছা আছে।
দু,এক দিনের মধ্যে ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনার বিশ্লেষনমূলক লেখা ব্লগে মুক্তি পাবে ইনশাআল্লাহ। চোখ রাখুন ব্লগের পর্দায়
আমার জন্যে দোয়া করুন,দয়া করে। আপনাদের ইহকাল-পরকালের মঙ্গলের জন্যেও দোয়া রইল।
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ৪১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সম্বন্ধটা এবার মোরা করেই ফেলতে পারি,
কোন বাধা আর দেখছিনা।
আর মাত্র কয়েকটি মাস শোন হিয়া,
দেশে ফিরেই এবার করবো মোরা বিয়া।
চাকরীটা খাদ্য দ্রব্য সংক্রান্ত কোন কোম্পানীর হবে নিশ্চয়ই? তা না হলে আপনার এতো আগ্রহ ক্যান চাকরীটা হাতানোর জন্য?
আচ্ছা পেমেন্ট টা কিভাবে করবেন টাকায় না ডলারে
নিজ দায়িত্বে খেয়ে নিলাম। দেশে এসে বিলটা দিয়ে দেবেন মনে করে।
মিষ্টির ব্যবস্থা করেন। ভাল করে দোয়া করব।
আর অভিজ্ঞতাটা তারাতারি লিখেন। আর চাকরিটার খাবারের পলিসি যেনে নিয়েছেন তো??? শুনছি আমেরিকায় কিছু কোম্পানি এমপ্লয়িদের ফ্রি খাওয়ায় আর কিছু ডবল দাম নেয়।
(নানা নাতির ভুল)
রোজা আছি অট্ট হাসি দিতে পারুম না।
ডারটি মাইন্ড।
মন্তব্য করতে লগইন করুন