আলহামদুলিল্লাহ চাকুরিটা পেতে চলেছি

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০১ জুলাই, ২০১৪, ০৯:৫১:২৯ সকাল

৩বার ইন্টারভিউ এর পর আমাকে সিলেক্ট করল। আগামীকাল ইনশাআল্লাহ তারা হায়ার করতে যাচ্ছে। ইন্টারভিউ বোর্ডে নাস্তানাবুদ করার চেষ্টা করেছিল ব্যপক ভাবে, কিন্তু পুরো কন্ট্রোল নিযে নিয়েছিলাম এবং শেষ পর্যন্ত বহাল তবিয়তে ছিলাম। .....আমেরিকাতে চাকুরীর ব্যাপারে আমার বেশ কিছু দারুন অভিজ্ঞতা হয়েছে। একদিন শেয়ার করার ইচ্ছা আছে।

দু,এক দিনের মধ্যে ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনার বিশ্লেষনমূলক লেখা ব্লগে মুক্তি পাবে ইনশাআল্লাহ। চোখ রাখুন ব্লগের পর্দায় Happy

আমার জন্যে দোয়া করুন,দয়া করে। আপনাদের ইহকাল-পরকালের মঙ্গলের জন্যেও দোয়া রইল।

বিষয়: বিবিধ

১২৭৫ বার পঠিত, ৪১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240475
০১ জুলাই ২০১৪ সকাল ১০:০১
প্রেসিডেন্ট লিখেছেন : Congrats! Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose
240478
০১ জুলাই ২০১৪ সকাল ১০:১৩
প্রেসিডেন্ট লিখেছেন : চাকরিটা আমি পেয়ে গেছি প্রিয়া শুনছ,
সম্বন্ধটা এবার মোরা করেই ফেলতে পারি,
কোন বাধা আর দেখছিনা।

আর মাত্র কয়েকটি মাস শোন হিয়া,
দেশে ফিরেই এবার করবো মোরা বিয়া। Angel Angel Angel Angel Big Grin Rose
০১ জুলাই ২০১৪ সকাল ১০:৫২
186572
ইসলামিক বই লিখেছেন : ২৪৪১১১৩৯ Tongue Tongue
০১ জুলাই ২০১৪ সকাল ১১:৪২
186591
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:৫৩
186688
সুমাইয়া হাবীবা লিখেছেন : Applause Applause
240483
০১ জুলাই ২০১৪ সকাল ১০:৩৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : চাকরীটা কিসের? ব্লগের পর্দায় চোখ রাখলে কোপালের নিচে কি লাগাবো? খামোখা গ্যাঞ্জাম লাগানোর বুদ্ধি দেন কিল্লাই?
চাকরীটা খাদ্য দ্রব্য সংক্রান্ত কোন কোম্পানীর হবে নিশ্চয়ই? তা না হলে আপনার এতো আগ্রহ ক্যান চাকরীটা হাতানোর জন্য?
০১ জুলাই ২০১৪ সকাল ১১:৪৩
186592
দ্য স্লেভ লিখেছেন : গ্যাঞ্জাম, লেজে আগুন ধরিয়ে দেব কইলাম......Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:৫৫
186689
সুমাইয়া হাবীবা লিখেছেন : হা হা হা..হো হো হো..হে হে হে..হি হি হি.. উফ!! পেটে খিল ধরে যাচ্ছে! কি বললো গ্যাঞ্জাম!! কেয়া বাত! কেয়া বাত! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
240489
০১ জুলাই ২০১৪ সকাল ১১:১৫
egypt12 লিখেছেন : আপনার জন্য অনেক অনেক দোয়া রইল Rose
০১ জুলাই ২০১৪ সকাল ১১:৪৩
186594
দ্য স্লেভ লিখেছেন : আমির, অঅপনার জন্যেও
240504
০১ জুলাই ২০১৪ দুপুর ১২:০৪
আল সাঈদ লিখেছেন : Many Congrats!
০১ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৪
186621
দ্য স্লেভ লিখেছেন : Happy Happy Happy Happy
240508
০১ জুলাই ২০১৪ দুপুর ১২:০৯
রেজাউল ইসলাম লিখেছেন : মিষ্টি কই? শুধু অভিজ্ঞতা শেয়ার করে চিড়ে ভিজবে না
০১ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৫
186622
দ্য স্লেভ লিখেছেন : গ্যাঞ্জাম এসে খেয়ে চলে গেছে...ওকে ধরেন...Rolling on the Floor Rolling on the Floor
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:০০
186690
সুমাইয়া হাবীবা লিখেছেন : তাতে কি! গ্যাঞ্জামতো শুধু মিষ্টি খেয়েছে। মিষ্টির সিরাটুকু উনাকে দ্যান। উনি চিড়া ভিজিয়ে খাক। Silly Silly Silly
০১ জুলাই ২০১৪ রাত ১০:১৮
186817
দ্য স্লেভ লিখেছেন : মিস্টির সিরাটুকু ছিল বহাল তবিয়তে....ছিচকে চোর এসে দ্যাখে আওন রাহবার ঝেড়ে দিচ্ছে...শেষে ওরা ভাগাভাগি করেছেRolling on the Floor Rolling on the Floor
০৩ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৫
187318
সুমাইয়া হাবীবা লিখেছেন : বাহ! কাড়াকাড়ি তো দেখি ভালোই চলছে মিষ্টি নিয়ে। ভাগ্যিস আমি নিজ দায়িত্বে খেয়ে নিয়েছিলুম... Silly Silly
আচ্ছা পেমেন্ট টা কিভাবে করবেন টাকায় না ডলারে Love Struck Love Struck Love Struck
০৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১০
187382
দ্য স্লেভ লিখেছেন : আপনিও দেখী গ্যাঞ্জামের মত কথা কন। পেমেন্ট নিয়ে আপনার টেনশন না করলেও চলবে, ডলারে করি আর জাল নোটে করি সেইডা আমার কেচ্ছা....আপনি শুধু খাবেন....তবে থামা যাবে না। খেতেই থকিবেন Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
240549
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:৩১
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : শুভ কামনা রইল
০১ জুলাই ২০১৪ রাত ১০:১৯
186818
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ
240558
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৫
আফরা লিখেছেন : আলহামদুল্লিলাহ !আলহামদুল্লিলাহ !আলহামদুল্লিলাহ !
০১ জুলাই ২০১৪ রাত ১০:২০
186819
দ্য স্লেভ লিখেছেন : বলেন-ইয়া আল্লাহ আপনি এই লোকটিকে দুনিয়া এবং মৃত্যুর পরবর্তী সকল সময়ে নিরাপদ রাখুন,সম্মারিত করুন। সকল শাস্তি মাফ করে দিন। জান্নাতুল ফিরদাউস দান করুন
240559
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৮
নীল জোছনা লিখেছেন : দু,এক দিনের মধ্যে ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনার বিশ্লেষনমূলক লেখা ব্লগে মুক্তি পাবে ইনশাআল্লাহ। চোখ রাখুন ব্লগের পর্দায় MOney Eyes MOney Eyes MOney Eyes
০১ জুলাই ২০১৪ রাত ১০:২১
186820
দ্য স্লেভ লিখেছেন : সিনেমা স্টাইল Happy
১০
240562
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:৫৭
সুমাইয়া হাবীবা লিখেছেন : Bee Bee Bee আলহামদুলিল্লাহ।
Eat Eat Eat নিজ দায়িত্বে খেয়ে নিলাম। দেশে এসে বিলটা দিয়ে দেবেন মনে করে।
০১ জুলাই ২০১৪ রাত ১০:২২
186822
দ্য স্লেভ লিখেছেন : অাপনি না জাপানে ??? আচ্ছা বিল দিয়ে দেব , আপনার জন্যে সকল রেস্টুরেন্ট ফ্রি....একটানা ৩ দিন খাবেন....Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৩ জুলাই ২০১৪ রাত ০১:২৫
187157
সুমাইয়া হাবীবা লিখেছেন : জাপান!!! আমার আব্বাও কোনদিন যায়নি!
০৩ জুলাই ২০১৪ দুপুর ১২:০৭
187267
দ্য স্লেভ লিখেছেন : ব্যাপরটা সেরকম হল, এক বন্ধুকে বললাম আমার সাথে যাবিনা মানে, তোর বাপ যাবে...সে বলল-আমার বাপ ফ্রি আছে ,তাকে নিয়ে যা....
০৩ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪১
187317
সুমাইয়া হাবীবা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১
240649
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ।

মিষ্টির ব্যবস্থা করেন। ভাল করে দোয়া করব।
আর অভিজ্ঞতাটা তারাতারি লিখেন। আর চাকরিটার খাবারের পলিসি যেনে নিয়েছেন তো??? শুনছি আমেরিকায় কিছু কোম্পানি এমপ্লয়িদের ফ্রি খাওয়ায় আর কিছু ডবল দাম নেয়।
০১ জুলাই ২০১৪ রাত ১০:২৩
186824
দ্য স্লেভ লিখেছেন : হেহেহেহে,,, জি লিখব সামনে Happyসত্য বলেছেন। আমি অবশ্য সে দলে নেই
১২
240687
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : দারুণ! বিস্তারিত জানান। আর দাওয়াতে কোথায় আসতে হবে ঠিকানাটা দিয়ে দেবেন কিন্তু!
০১ জুলাই ২০১৪ রাত ১০:২৪
186825
দ্য স্লেভ লিখেছেন : Happy একদিন দেখবেন আপনার দরজায় খাবার নিয়ে হাজির হয়েছি Happy,আমারদ্বার উম্মুক্ত Happy Happy Happy
০২ জুলাই ২০১৪ রাত ০১:৩৬
186845
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : দেখবো!
১৩
240705
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
প্যারিস থেকে আমি লিখেছেন : আমরা তো প্রায় সময়ই চোখ রাখি কিন্তু যদি প্রশ্ন করি আপনি কি আমাদেরটায় চোখ রাখেন ?
০১ জুলাই ২০১৪ রাত ১০:২৬
186827
দ্য স্লেভ লিখেছেন : আপনাদেরটায়ও চোখ রাখি। তবে পালাক্রমে রাখি। আপনারা শতাধিক সম্মানিত ব্লগার অামাকে প্রিয় ব্লগার হিসেবে রেখেছেন। অঅমিও আপনাদেরকে রেখেছি। আপনারা আছেন আমার মনে Happy
০২ জুলাই ২০১৪ সকাল ০৯:২২
186900
আহ জীবন লিখেছেন : ভাই আমার ব্লগে চোখ রাইখেন আমারটায় না।


(নানা নাতির ভুল)Winking Winking Winking Winking Winking Winking Winking Tongue Tongue Tongue Tongue Tongue

রোজা আছি অট্ট হাসি দিতে পারুম না।

ডারটি মাইন্ড।
১৪
240884
০২ জুলাই ২০১৪ দুপুর ০২:০২
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : অভিনন্দন ভাই, জেনে খুশী হলাম।
০৩ জুলাই ২০১৪ রাত ১২:১৯
187150
দ্য স্লেভ লিখেছেন : শুকরিয়া Happy
১৫
241314
০৩ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩০
জাগো মানুস জাগো লিখেছেন : congrat...deshe remitance pathate boilenna kinto vai
০৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
187385
দ্য স্লেভ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck জি ঠিক আছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File