জানতে চাই, কেউ জানলে জানাবেন প্লীজ! তাহাজ্জুদ নাকি তারবীহ কোনটা বেশী ফজিলতপূর্ণ/গুরুত্বপূর্ণ?

লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ০১ জুলাই, ২০১৪, ১০:০১:২৩ সকাল

জানতে চাই, কেউ জানলে জানাবেন প্লীজ!

তাহাজ্জুদ নাকি তারবীহ কোনটা বেশী ফজিলতপূর্ণ/গুরুত্বপূর্ণ?

বিষয়: বিবিধ

১১০০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240479
০১ জুলাই ২০১৪ সকাল ১০:১৬
প্রেসিডেন্ট লিখেছেন : আমার উপলব্ধিতে মনে হয় “তাহাজ্জুদ”।
কুরআনে মহানবীকে(স) তাহাজ্জুদ পড়ার নির্দেশনা দেয়া হয়েছে বার বার। অসুস্থতার কারণে তাহাজ্জুদ পড়তে না পারার কারণে কয়েকদিন ওহী নাযিল বন্ধ ছিল।
০১ জুলাই ২০১৪ সকাল ১০:৫৭
186575
ওরিয়ন ১ লিখেছেন : https://www.facebook.com/photo.php?v=335483033265813&set=vb.190729974407787&type=2&theater;
240480
০১ জুলাই ২০১৪ সকাল ১০:২২
দুর দিগন্তে লিখেছেন : তারাবীহ প্রথম রাতের ইবাদত..
তাহাজ্জুদ বেশি রাত থেকে শেষ রাতের এবাদত ।
প্রথমটি রামাদানের শানে মৌসুমী এবাদাত..
তাহাজ্জুদ সব সময় চলমান এবাদাত..
একটার সাথে তুলনা করার দরকার কি ?
যেটায় করবেন..লাভ আর লাভ...
ইট'স নট আ অল্টার্নেটিভ ইচ এ্যান্ড আদার..
০১ জুলাই ২০১৪ সকাল ১০:৫৬
186574
ওরিয়ন ১ লিখেছেন : https://www.facebook.com/photo.php?v=335483033265813&set=vb.190729974407787&type=2&theater;
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:১৯
186668
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আপনার সাথে সহমত। একটা ইবাদাতের সাথে আরেকটা ইবাদাতের তুলনা করতে যাবার পেছনে নিশ্চয় অন্য কোনো কারণ থাকতে পারে। এসব না খুঁজে চলুন যে ইবাদাত করতে বলা হয়েছে তা আমরা যথাযথভাবে পালনের চেষ্টা করি।
ফজিলত / পুরস্কার কী পাওয়া যাবে সে চিন্তা না করে বরং আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের চিন্তা বেশি করে করি। সেটাই মনে হয় আমাদের জন্য মঙ্গলজনক হবে।
240482
০১ জুলাই ২০১৪ সকাল ১০:৩২
০১ জুলাই ২০১৪ সকাল ১০:৫৬
186573
ওরিয়ন ১ লিখেছেন : যাযাকুমুল্লাহ খায়ের। আমার নিজস্ব মত ও এটাই।
240487
০১ জুলাই ২০১৪ সকাল ১০:৫৪
ইমরান ভাই লিখেছেন : তাহাজ্জুদ সালাতের অপর নাম রামাযানে, তারাবীহ। তাই যেটাই করেন রামাযানে সেটার নাম তারাবীহ।
240520
০১ জুলাই ২০১৪ দুপুর ০১:২১
দ্য স্লেভ লিখেছেন : একটু একটু করে দুটোই চালান Winking ৮ রাকাত তারাবিহ একটু রাত করে পড়লে ওটাই তাহাজ্জুদ Happy। ২ রাকাত করে করে যত খুশী তত রাকাত পড়তে পারেন।
০৭ জুলাই ২০১৪ সকাল ১১:২১
188312
ওরিয়ন ১ লিখেছেন : ভালো লাগলো।
240648
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুইটাই সমান গুরুত্বপুর্ন। খালি আমাদের দেশে তারাবি নিয়া একটু ব্যবসা হয়।
০৭ জুলাই ২০১৪ সকাল ১১:২১
188313
ওরিয়ন ১ লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File