কবিতা কায়েম কর-২
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০১ জুলাই, ২০১৪, ১১:১৯:২৫ সকাল
যে পদ্য বুঝবে না, পৃথিবী তাকে কেন পুষবে খামোখা
প্রত্যেকের পকেটে অবশ্যই ভাংতি কবিতা রাখতে হবে
দীর্ঘ কবিতাকে শাড়ির মত না পরলে হবু-বর কবুল বলবে না!
কবিতা না পড়লে ফেসবুকের ফ্রেন্ডকে আনফ্রেন্ড করা হবে!
কবিতা না পড়লে তার জন্মদিনে জাতিসংঘে নিন্দা-প্রস্তাব উঠবে!
যে বাসায় কবিতা থাকবে না, সে বাসায় ড্রোন হামলা হবে!
অতএব বাঁচতে চাইলে কবিতা পড়
এবং কবিতা কায়েম কর!
কবিতা না লিখলে, কোন চিঠির উত্তর দিব না
তার পেছনে কোনদিন নামাজ পড়ব না,
যে কবিতা বুঝবে না সে সব পরীক্ষাতে ফেল করবে
কবিতা না বুঝলে তাকে চাকরি দিব না,
তাকে ক্রসফায়ারে খুন করা হবে!
অতএব বাঁচতে চাইলে কবিতা পড়
এবং কবিতা কায়েম কর!
বিষয়: বিবিধ
৭৫৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন