নিজেকে পাপমুক্ত করা পৃথিবীর জন্যে বড় খেদমত (রমজান উপহার-২)
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০১ জুলাই, ২০১৪, ০৮:৪৫:১৯ সকাল
নিজেকে পাপমুক্ত করা পৃথিবীর জন্যে বড় খেদমত (রমজান উপহার-২)
এই রমজানে অন্তত জীবনের অর্ধেক খারাপ কাজ ছেড়ে দিন।
রমজান শব্দটি রামাজা ধাতু হতে নির্গত। যার অর্থ জালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া। কেহ কেহ বলেন পাপ জালিয়ে দেয়া। শয়তানকে বেধে রাখা হয়েছে ঠিকই কিন্তু নাফসের সমস্যা আছে। আপনি যখন নিজেকে পাপ মুক্ত করার চেষ্টা করবেন দেখবেন বেগ পেতে হচ্ছে। সুতরাং সব শয়তানের সমস্যা না। আপনার নফসের সমস্যাও আছে। পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হয় নিজেরই স্বার্থে । কারন পাপ আপনার শারীরিক গঠনকে বিকল করে দিতে পারে। কুরআনের ৯:১২৫ এবং১০:১৩ দেখুন।
وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا إِلَى رِجْسِهِمْ وَمَاتُواْ وَهُمْ كَافِرُونَ
তওবা-125
বস্তুতঃ যাদের অন্তরে ব্যাধি রয়েছে এটি তাদের কলুষের সাথে আরো কলুষ বৃদ্ধি করেছে এবং তারা কাফের অবস্থায়ই মৃত্যু বরণ করলো।
وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِن قَبْلِكُمْ لَمَّا ظَلَمُواْ وَجَاءتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَمَا كَانُواْ لِيُؤْمِنُواْ كَذَلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ
ইউনুস-13
অবশ্য তোমাদের পূর্বে বহু দলকে ধ্বংস করে দিয়েছি, তখন তারা জালেম হয়ে গেছে। অথচ রসূল তাদের কাছেও এসব বিষয়ের প্রকৃষ্ট নির্দেশ নিয়ে এসেছিলেন। কিন্তু কিছুতেই তারা ঈমান আনল না। এমনিভাবে আমি শাস্তি দিয়ে থাকি পাপি সম্প্রদায়কে।
সুতরাং সবার অগোচরে খাতা কলম নিয়ে বসুন। নিজের মধ্যে কি অপরাধ আছে লিস্ট করুন। তারপর অর্ধেক সহজ অপরাধগুলো ছেড়ে দিন।
যেমন ধরুন...
সম্ভাব্য অপরাধের লিস্ট হতে পারে
১.মিথ্যা ২.বড়দের(আম্মা আব্বা সহ) সম্মান করেননা।
৩.ছোটদের মুহাব্বাত করেননা। ৪. পর্দা (বহু নারীতে আসক্ত) এর ব্যাপারে উদাসীন। ৫. আমানতদারী নন। ৬. পরোপকারী নন এবং চরম স্বার্থ পর। ৭. ব্যবহারে সমস্যা ম্যানার সমস্যা।
৮. পরনিন্দা পরচর্চা ও অপর সম্পর্কে অহেতুক খারাপ ধারনা করা।
৯.বদমেজাজী, আশাবাদীতা নেই, কপটতা,ব্যক্তির ছিদ্রান্বেষন
,পরশ্রীকাতরতা, জুলুমবাজ, সৎ না হওয়া, শত্রুতা করা, ঘৃনা করা স্বভাব, বিশ্বাস ভঙ্গ করা, হঠাৎক্রোধ, বিশ্বাসঘাতকতা, কৃপনতা লোভ ঝগড়া বিবাদ সহ ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী বইয়ের শেষ দুই অধ্যায়ের রোগ আপনার মধ্যে বিদ্যামান(আত্বপূজা আত্বপ্রীতি,কানাকানি ফিসফিসানী,চোগলখুরী, একগুয়েমী একদেশদর্শীতা সংকীর্নমনতা, সামষ্টিক ভারসাম্য ও টিমস্পিরিট তৈরী করতে না পারা বা টিমস্পিরিটভাঙ্গা, দুর্বল সংকল্প)
১০.মৌলিক মানবীয় গুনাবলী অর্জনের চেষ্টা না করা।
১১. চরিত্রগঠনের মৌলিক উপাদানের শেষ অধ্যায়ের নির্দেশিকা না মানা।
১২.ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক বইয়ের রুহানীয়াতকে ধারন না করা।
১৩. হাদীসের আলোকে মানবজীবন অনুসরনে চেষ্টা না করা সহ
কাজে ফাকিঁবাজী, সমাজ ও দেশের কাজে ফাকিঁবাজী, মানুষের হক মেরে খাওয়া, ন্যায় বিচার বা ইনসাফ না করা, ইহসান না করা, আত্বীয়তার সম্পর্ক তথা ছোট বড় ভাই বোন সহ কারো সাথে রিলেশান না রাখা
এভাবে লিস্ট করুন। চোখ বন্ধ করে আপনার খারাপ গুন গুলো লিস্ট করুন।
অন্তত এই রমজানে ছেড়ে দিন অর্ধেক।
জীবনকে সুন্দর করুন। দেশকে বিশ্বকে একজন সুন্দর চরিত্রবান মানুষ উপহার দিন।
পৃথিবীর জন্যে এটাই বড় খেদমত বড় সেবা।
বিষয়: বিবিধ
১০২৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন