রসুল (সা) এর সালাত (বই+ভিডিও)
লিখেছেন লিখেছেন ইসলামিক বই ০১ জুলাই, ২০১৪, ০৮:০৬:৩২ সকাল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ ঠিক সে ভাবে সালাত আদায় কর”।(সহীহ বুখারী)
সুতরাং প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দেখানো পদ্ধতি অনুসারে নামায আদায় করা। আর সে সকল পদ্ধতি বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদীস গ্রন্থে বিভিন্ন স্থানে উল্লেখিত রয়েছে। কোন একটি বিশেষ হাদীসের কিতাবে সালাতের যাবতীয় বিষয় এত সুবিন্যস্তভাবে পাওয়া যায় না। তাছাড়া অনেক হাদীস রয়েছে যেগুলো হাদীস বিশারদদের গবেষণায় সহীহ (বিশুদ্ধ) হিসেবে গণ্য নয়।
তাই বিশুদ্ধ হাদীসের ভিত্তিতে সালাত জানতে ও শিখতে এবং আদায় করতে বইটি ও ভিডিওটি পড়ুন ও দেখুন।
বই: রসুল (সা) এর সালাত "তাকবির থেকে সালাম পর্যন্ত যেন আপনি দেখছেন"
লেখক: নাসিরুদ্দিন আলবানী (রহ)
লিংক: সরাসরি ডাউনলোড
====****====
সালাতের ভিডিও টিউটোরিয়াল দেখুন তাহলে আরো সহজ হবে সালাতকে বুঝতে ইনশাআল্লাহ।
(৬২ মিনিট ভিডিও)
উপস্থাপনায়: বিশিষ্ট দাঈ, শাইখ মুহা: আব্দুল্লাহ আল কাফী
বিষয়: বিবিধ
১৬৯১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও রামাযানের মোবারক জানালাম।
মন্তব্য করতে লগইন করুন