***কালের স্রোতে যাত্রা***
লিখেছেন লিখেছেন egypt12 ০৪ জুন, ২০১৪, ০৮:৫১:০৩ সকাল
দেখতে দেখতে দিন চলে যায়
বুড়িয়ে যাবো যে আমরা,
হারিয়ে যাবে সোনালী বিকেল
ক্লান্ত হবো যে ভ্রোমরা।
.
আজ এই মন কত ছবি আঁকে
সাদাকালো নয় রঙিন,
একদিন সবি শেষ হয়ে যাবে
ভাববো বসে যে এদিন।
.
ঘুমিয়ে রয়েছে শিশুর পিতা
এই যুবকের অন্তরে,
দিনে দিনে ভাই দাদা হব আমি
উচ্ছলতার বন্দরে।
.
মনে আছে যত উচ্ছলতা
কালে কালে সব যাবে,
একদিন এক সন্ধাবেলায়
এসব কি আর রবে।
.
দিন চলে যায় কালের স্রোতে
থামার নেই তো নাম!!!
কালের মায়া নিয়েই যাবে
কেউ কি দেবে দাম?
.
০৪/০৭/২০১২
বিষয়: সাহিত্য
১১৪৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাতনী বলবে দাদু ছিল বিখ্যাত এক কবি
বলবো আমি ঐসব এখন গহীনবনের ছবি ।
থামার নেই তো নাম!!!
কালের মায়া নিয়েই যাবে
কেউ কি দেবে দাম?
ভালো লাগলো ধন্যবাদ
শিশু হবে বুড়া,
নাতিই আবার হবে দাদু
খেলবে ঘোড়া ঘোড়া৷
মন্তব্য করতে লগইন করুন