মুসলিম বিশ্বে সংকট ঃ প্রেক্ষাপট বাংলাদেশ
লিখেছেন লিখেছেন আবু মাহফুজ ০৪ জুন, ২০১৪, ০৮:৩৭:৫৪ সকাল
বাংলাদেশে ইসলামে প্রধানতম তিনটি ধারা রয়েছে। (১) জামায়াতে ইসলামী (২) দেওবন্দী-কওমী (৩) পীর মুরশীদি
বাংলাদেশের ইসলামপন্থী দল মত পথগুলোর মধ্যে যেমন, হেফাজত, তাবলীগ সাধারনত দেওবন্দী বা কওমী সিলসিলার অর্ন্তভুক্ত। চরমোনাইর পীরকে কিছুটা দেওবন্দী সিলসিলার আবার কিছুটা পীর মুরীদি সিলসিলার। শর্ষীনার পীর, ফুলতলীর পীর সুন্নী বা আহমদিয়া সুন্নিয়া নামে যে একটি গ্রুপ রয়েছে সেগুলো আবার কিছুটা সুফীপন্থী কিছুটা আবদুল কাদের জিলানী পন্থী।
তবে মেীলিকভারে পীরপন্থীদেরকে শ্রেণীবিভাগ করা একটু কঠিন। এর মধ্যে আটরশির পীর অনেকটাই ইসলামী ইতিহাস ঐতিহ্যের বাইরে, আর দেওয়ানবাগী নামে যে গ্রুপটি রয়েছে তাদেরকে কোনক্রমেই ইসলামের ইতিহাসের তাত্বিক বা ঐতিহাসিক বিবেচনায় কোন সংঙ্গায় ফেলানো যায় না। অন্য একটা গ্রুপ কাদিয়ানি বা যা নিজেদেরকে আহমদিয়া বলে দাবী করেন, এবং মুহম্মদ সাঃ কে শেষ নবী হিসেবে মানেন না। ইসলামপন্থীদের প্রায় সকলেই তাদেরকে মুসলিম দলভুক্ত হিসেবে গ্রহন করতে রাজী নন।
বাকী ইসলামপন্থীদের মধ্যে যে গ্রুপগুলে রয়েছে এদের মধ্যে পারষ্পরিক কিছু মতানৈক্য এবং মতবিরোধ রয়েছে
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন দেওবন্দি, তাবলিগী সবাই জামায়াতের ছায়ায় এসে যাচ্ছে। খুব বেশী বাকী নাই, সবাই জামায়াত হয়ে যাবে এবং কেউ কেউ হতে বাধ্য হবে।
হক্ক তো বিজয়ী হবেই।
মন্তব্য করতে লগইন করুন