কাঁদামাটির ঘ্রাণ

লিখেছেন লিখেছেন পিন্টু রহমান ০৪ জুন, ২০১৪, ০৯:০০:২৭ সকাল



অনেক পাখির ভীড়ে-

শুধু খুঁজে ফিরি তারে

দিনশেষ যে আর ফিরবে না নীড়ে।

কালভেলায় বুঝি বা উড়াল দিয়েছে;

নয়তো ভোরের কুয়াশা

তবু হররোজ

পাখি হয়ে মেলে দিই ডানা;

যেখানে নদী আর আকাশ মিলে দিগন্তের সীমানা!

বিষয়: সাহিত্য

৯৭৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230380
০৪ জুন ২০১৪ সকাল ১১:০৮
ছিঁচকে চোর লিখেছেন : পাখি হয়ে মেলে দিই ডানা;
যেখানে নদী আর আকাশ মিলে দিগন্তের সীমানা!


আমারো যে উড়তে ইচ্ছে করে।
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
177343
পিন্টু রহমান লিখেছেন : উড়ে উড়ে একদিন আমরা স্বর্গে যাবো........
230416
০৪ জুন ২০১৪ দুপুর ১২:০৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বিন্দুর মাঝে যেন সিন্ধুসমান অনুভূতি। দারুন লিখেছেন কবিকে ধন্যবাদ, শুভ কামনা রইলো
230627
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
পিন্টু রহমান লিখেছেন : অনেক ধন্যবাদ।
আশা করি পাশে থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File