নোনাজল অনুগল্প

লিখেছেন লিখেছেন পিন্টু রহমান ২১ জুলাই, ২০১৪, ০১:২১:১১ রাত



জল।

নোনাজল।

বন্যার তোড়ের মতো ঐ জলের গতিবেগ ক্রমেই উর্দ্ধমূখী। সহনীয় মাত্রার সীমারেখা প্রায় ছুঁই-ছুঁই। ইতিমধ্যে গাঁ, হাত, পা, ঘাঁমতে শুরু করেছে। বুকের মধ্যে চিনচিনে ব্যথা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ক্যাম্পাসময় প্রদক্ষিণ করলাম। নাহ, কাজ হলো না- শালা কপাল মন্দ! সম্ভাব্য স্থানগুলোতে লাইলি-মজনুর উত্তরসূরীদের দৈরাত্ত্ব! নিরাপদ স্থানের খোঁজে আমি অস্থির। হাঁটতে-হাঁটতে ক্যাফেটোরিয়ার সামনে পর্যন্ত এলাম। এদিকটাতেও ভিড়। ক্লাশ ফাঁকি দিয়ে কেউ কেউ চুটিয়ে আড্ডা দিচ্ছে। অনেক পথ ঘুরে ঘুরে অবশেষে বিজ্ঞানাগারের সামনে এসে হাজির। সেখানেও বিপদ। স্যাররা আঁড়চোখে তাকিয়ে আছে। এদিকে যন্ত্রনায় আমি কাতর। সময়ের হেরফের হলে কাপড় নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা। বাধ্য হয়ে কড়ই গাছের ফাঁকে নিজেকে আড়াল করে হিঁসু শুরু করলাম।

আহ, নিমেষেই প্রশান্তি! মেজাজটাও ফুরফুরে। কিন্তু একটু পরেই বুঝতে পারলাম, এতক্ষণ যা হয়েছে তার সবটাই স্বপ্ন। তবে জলের অস্তিত্ব অলিক নয়। এবং কড়ই গাছের আড়ালেও নয়; হিঁসু করেছি নিজেরই বিছানায়। চারপাশে নোনাজলের গড়াগড়ি । পরম তৃপ্তির মাঝেও অপার কৌতুহল। ঘোরলাগা চোখে বিছানার দিকে কেবল তাকিয়ে রইলাম...

বিষয়: সাহিত্য

১০৯৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246540
২১ জুলাই ২০১৪ রাত ০৩:০২
ভিশু লিখেছেন : ইয়াক... I Don't Want To See
তাড়াতাড়ি গোসল করে আসুন, যান! আর বিছানাটা তো শ্যাষ... Frustrated Waiting
২১ জুলাই ২০১৪ সকাল ১০:৫৭
191508
পিন্টু রহমান লিখেছেন : মা তার হাতে বিছনা ধরিয়ে নদীতে পাঠিয়েছিল!
246791
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এ কি করলেন একটু সামলাতে ও পারলেন না Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File