বেফাঁস মন্ত্রী
লিখেছেন লিখেছেন পিন্টু রহমান ১৮ আগস্ট, ২০১৪, ০৯:২৮:৪৯ রাত
সমাজ!
হায়রে সমাজ!
নামেই সমাজকল্যাণ মন্ত্রী, কামের বেলায় অকল্যাণ!
আমি ঠিক বুঝি না, এমন জঘণ্য রুচির একজন মানুষ মন্ত্রী হয় ক্যামনে!! উনি যেভাবে অশালীন বক্তব্য দিয়ে চলেছেন তাতে সরকারের পাশাপাশি দলেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ঐ লোকটার আমি অপসারন দাবি করছি।
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন