জাহানারা ইমামের বাসায় মুজিব হত্যার পরিকল্পনা
লিখেছেন লিখেছেন রক্তলাল ০৪ জুন, ২০১৪, ০৯:২৪:৩৫ সকাল

সাংবাদিক পীর হাবিবুর রহমান এর এক কলাম থেকে নেয়া -
- "বিদেশি বন্ধুদের সঙ্গে স্বাধীনতা সম্মাননা পদকপ্রাপ্ত ভারতের প্রবীণ সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্তের পঁচাত্তর-উত্তর লেখা গ্রন্থ 'মুজিব হত্যার ষড়যন্ত্র'" -এ' নীচের তথ্য রয়েছে -
সুখরঞ্জনের ভাষায় -
রাতে জাহানারা ইমামের এলিফ্যান্ট রোডের বাড়িতে এক পার্টিতে গেলাম আমন্ত্রিত হয়ে। সেখানে কয়েকজন সেনা কর্মকর্তাও ছিলেন। এদের মধ্যে মেজর ডালিম (বঙ্গবন্ধু হত্যায় অভিযুক্ত পলাতক খুনি) অন্যতম। তথ্য দফতরের মহাপরিচালক এম আর আখতার মুকুল, বিবিসির সংবাদদাতা শ্যামল লোধ প্রমুখ। মুজিব সরকারের ব্যর্থতার প্রসঙ্গ আলোচনায় এলো। সেখানে মেজর ডালিম স্পষ্ট বললেন, মুজিবের হাত থেকে দেশ বাঁচাতে একমাত্র উপায় সামরিক শাসন কায়েম। সুখরঞ্জনের ভাষায়, ঢাকায় তখন ভারতবিরোধী হাওয়া চলছে প্রবলভাবে। আমি বেশি মুখ খুললাম না। আখতারই আমাকে আড়ালে ডেকে চুপ থাকতে পরামর্শ দেন।
http://www.onbangladesh.org/columndetail/detail/127/3692
বিষয়: বিবিধ
১১৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন