কেন ফুটবলে সবচেয়ে ভাল খেলোয়াড়ের গায়ে ১০ নাম্বার জার্সি থাকে??????
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ০৪ জুন, ২০১৪, ০৯:৩৫:২৭ সকাল
এটা হয়তো আমরা সবাই খেয়াল করেছি যে ফুটবলে(কিছু ক্ষেত্রে ক্রিকেট) দলের সবচেয়ে ভাল খেলোয়াড়ের গায়ে থাকে ১০ নাম্বার জার্সি। আপনারা কি জানেন এটার ১টা সুন্দর কারন আছে। কারণটা হচ্ছে এমন,
প্রথম দিকে যখন ফুটবল খেলা শুরু হয় তখন মাঠে খেলোয়াড় সাজানোর সিস্টেম ছিলো ১,২,৩,২,৩। তাই ১ নাম্বারে থাকা গোলকিপারের জার্সি নাম্বার ছিলো ১। তারপর পরজাক্রমে সব নাম্বার। নিচের চিত্রের মত...............
১
২ ৩
৪ ৫ ৬
৭ ৮
৯ ১০ ১১
চিত্র মতে বিপরীত দলের গোলপোস্টের সামনে থাকে ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়। সবাই বল দিবে তার কাছে। আর খেলার সব চেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছে সে। তাই সেখানে থাকতো সবচেয়ে ভাল খেলোয়াড়।
এখন হয়তো সব ভাল খেলোয়াড় বিপক্ষ দলের গোলপোস্টের সামনে থাকেনা, কিন্তু সম্মানার্থে তাকেও ১০ নাম্বার জার্সি দেওয়া হয়। ফুটবলের অনুকরণে ক্রিকেটেও এখন অনেক ভালো খেলোয়াড় ১০ নাম্বার জার্সি পরে।
আবার অনেক ভাল খেলোয়াড় এখন এই নিয়মটি মানতে চায়না। তারা এখন অনেকেই বিভিন্ন নাম্বারের জার্সি পরে। ১০ নাম্বার জার্সি পরিহিত ভাল খেলোয়াড়ের মধ্যে আছে পেলে, মেরাডোনা, মেসি.......................
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন