বিবেকের দাবি
লিখেছেন লিখেছেন শরীফ আবু বাকার ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৩২:২৯ রাত
তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ,আপনারা একটু ভেবে দেখুনতো শাহবাগের নেতৃত্তে কে?আপনাদের কি মনে পড়ে ২০০৬সালের ২৮ অক্টোবর কে জীবন্ত মানুষ পিটিয়ে হত্যা করে লাশের উপর হায়নার মতো নেচেছিলো ?যদি মনে করতে না পরেন অনুগ্রহ করে আপনাদের নেতা বাপ্পাদিত্য বসুর দিকে ভালো করে তাকিয়ে দেখুনতো চেহারাটা মনে পড়ছে কিনা?হ্যাঁ এই সেই খুনি ,যাদের কথায় মন্ত্র মুগদ্ধ হয়ে বিবেকহীনের মতো আবার সেই মানুষ খুনের শ্লোগান তোলছেন ,এনকি নিজ ধর্মকে পর্যন্ত অবজ্ঞা করছেন ।বাংলার ধর্ম প্রাণ মানুষ আপনাদের এহেন কর্মের জন্য লজ্জিত কিন্তু আবেগের বসে তা আপনারা টেরও পাচ্ছেন না।এখনও সময় আছে আবেগে গা না ভাসিয়ে বিবেক দিয়ে বুঝতে চেষ্টা করুন;পড়ের অনুশোচনার চেয়ে আগে চিন্তা করাই বুদ্ধিমানের কাজ।
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন