স্বপ্নের পেছনেই ছুটি- হতাশার হাত ধরে....
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৩ নভেম্বর, ২০১৫, ১০:৫০:৪৫ সকাল
অস্বস্থি মনের ভেতর বাহির
অশান্তির কাঁপন তনুমনে
বাঁচিবার প্রানান্ত চেষ্টা
বুক ভরে নিশ্বাসের আশে,
ভালোলাগাও ভাল লাগেনা
বেস্বাদ মুখরোচক সব কিছু
অন্তরের ছটফটানি আজ প্রকাশিত
ইচ্ছার আত্মহনন প্রতিনীয়ত,
মরে মরে বেচে থাকার অপচেষ্টা
হাসি মুখে কান্নার জঁলছাপ
সুখে থাকার ফাঁণুস মুখে
নিরন্তর লুকোচুরি,
হতাশার বালুচলে ঘুরাঘুরি
চোরা বালির আতংক মনে
ধীরে ধীরে স্বপ্নের দেবে যাওয়া
অস্বস্থির চরম প্রকাশ,
তবু স্বপ্নের পেছনেই ছুটি-
হতাশার হাত ধরে,
কি হবে জানা নেই-তবু ছুটি
দাড়াবারতো যায়গা নেই।
বিষয়: বিবিধ
১২৭৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হতাশার হাত ধরে,
কি হবে জানা নেই-তবু ছুটি
দাড়াবারতো যায়গা নেই।".....
ধন্যবাদ অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন