লাশের কথা বলে উঠা !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৩ নভেম্বর, ২০১৫, ১১:০৮:৪৭ সকাল
"আর স্মরণ করো সেই ঘটনার কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একজন আর একজনের বিরুদ্ধে হত্যার অভিয়োগ আনছিলে ৷ আর আল্লাহ সিদ্ধান্ত করেছিলেন তোমরা যা কিছু গোপন করছো তা তিনি প্রকাশ করে দেবেন "৷(বাকারা -৭২)
"সে সময় আমরা হুকুম দিলাম , নিহতের লাশকে তার একটি অংশ দিয়ে আঘাত করো ৷ দেখো এভাবে আল্লাহ মৃতদের জীবন দান করেন এবং তোমাদেরকে নিজের নিশানী দেখান , যাতে তোমরা অনুধাবন করতে পারো"। (বাকারা-৭৩)
কুর'আনে বর্নিত আয়াত সমুহ থেকে আমরা জানতে পারি (মুসা আঃ এর উম্মতের) হত্যাকারীর সন্ধান বলে দেয়ার জন্য নিহত ব্যক্তির লাশের মধ্যে পুনরায় কিছুক্ষণের জন্য প্রাণস্পন্দন ফিরিয়ে দেয়া হয়েছিল ।
ক্রসফায়ার ও নিখোঁজের নাম করে র্যাব-পুলিশের পেটোয়া বাহিনি কতশত লোককেই হত্যা করছে । নারায়নগন্জের আলোচিত সাত খুনের পর তাদের লাশও গুম করে ফেলেছিল এই খুনি বাহিনির সদস্যরা । কিন্তু আল্লাহ তাদের মুখোস উম্মোচিত করে দিলেন । লাশগুলো ভেসে উঠে যেন স্বাক্ষ্য দিচ্ছিল আমরা নিখোঁজ হইনি কিংবা পালিয়েও যাইনি । আমাদেরকে এই নরপশুগুলোই খুন করেছে ।
সাগর-রুনির লাশের প্রতিচ্ছবিও ঠিকি একদিন কথা বলবে, ইলিয়াস আলীর মত শতশত বিরোধী নেতা-কর্মীদের খুন-গুম হয়ে যাওয়ার রহস্যও একদিন উম্মোচিত হবে ইনশা আল্লাহ ।
বিষয়: বিবিধ
১০৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন