ঐশীর ফাসি এবং শাহবাগী ও বাংলাদেশী সুশীলদের ভন্ডামী

লিখেছেন লিখেছেন মেজর রাহাত০০৭ ১৩ নভেম্বর, ২০১৫, ০৯:৪৭:০৭ সকাল



বাঙালি সুশীল ও বামদের কপটতা। ঐশী কে কেন ফাসি দিলো ? তারা সবাই ঐশীর ফাসির বিরোধিতা করে। কারণ হলো ঐশীর নাকি বয়স কম। তাকে সংশোধন করার সুযোগ দেওয়া উচিত। এই নিয়ে নাকি ইভেন্ট ও খুলেছে।

আচ্ছা এই শাহবাগী সুশীল ডাবল স্ট্যান্ডার্ড বাস্টার্ডগুলো শাহবাগে যাদের ফাসির দাবিতে আন্দোলন করে ফাসি কার্যকর করার জন্য আন্দোলন করেছিলো , ১৯৭১ সালে তাদের বয়স কত ছিলো ?

১) শহীদ আব্দুল কাদের মোল্লা - ২৩ বছর

২) শহীদ মুহাম্মদ কামারুজ্জামান - ১৮ বছর

৩) মীর কাশেম আলী - ১৮ বছর

৪) আলী আহসান মুজাহিদ - ২৫ বছর

৫) এটিএম আজহারুল ইসলাম -২০ বছর

তাহলে বয়স বিবেচনায় যদি অপরাধ করে ও থাকে , তাহলে এরা ফাসি চাইলো কেন ? এরা তো অন্তত কয়েকজনকে ফাসি না চেয়ে ঐশীর মত সংশোধনের জন্য সরকারের কাছে আবেদন করতে পারতো।

ঐশী নিজের স্বীকার করেছে তার বাবা মাকে সেই নিজেই হত্যা করেছে। কিন্তু শাহবাগীরা যাদের ফাসি চেয়েছে , তারা কেউই নিজের অপরাধ স্বীকার করেনি। এমনকি আন্তর্জার্তিক কমেডি ট্রাইবুনাল তাদের বিরুদ্বে যেই স্বাক্ষীর ভিত্তিতে ফাসি দিয়েছে , সেই সব স্বাক্ষীরা কেউ আরেকজনের কাছ থেকে শুনেছেন। কেউ ১৯৭৭ সালে জন্ম নিয়ে ১৯৭১ সালের ঘটনা বর্ণনা করেছেন।

সাইদীর পক্ষের স্বাক্ষী চুরি করে ইন্ডিয়ার কারাগারে প্রেরণ। যেই একজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে কাদের মোল্লাকে ফাসি দেওয়া হয়েছে , সেই মোমেনা বেগম আগে কোথাও কাদের মোল্লার নাম বলে নাই।

তাহলে এই রকম ২ নাম্বার ট্রাইবুনালের বিচারে যদি কারো ফাসি হয় , তাহলে তো ঐশীর প্রতি এরা যেই রকম সিম্প্যাথি দেখাচ্ছে , ঠিক একইভাবে জামায়াত নেতাদের প্রতি ও তো দেখানোর কথা।

আসল কথা হলো , ঐশী ইয়াবা খেত , মাদক নিত , ১৭ বছর বয়সে বয়ফ্রেন্ড নিয়ে নাইট ক্লাবে যেত , যা গ্যারান্টি দিয়ে বলতে পারি অমি পিয়াল থেকে বাধন মুন্সী পর্যন্ত প্রত্যেক শাহবাগীর নিত্যদিনের সঙ্গী। তাই ঐশিকে ও তারা নিজের সঙ্গী হিসেবেই বিবেচনা করে ঐশীর ফাসি রহিতের আন্দোলন করছে।

অন্যদিকে জামায়াত নেতারা এই ধরনের নৈতিক অবক্ষয়ের বিরুদ্বে ও ইসলামিক মূল্যবোধ ধারণ করেন বলেই শাহবাগীরা তাদের প্রতি সিম্প্যাথি না দেখিয়ে ফাসি চাচ্ছে।

বিষয়: বিবিধ

৩১৪৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349575
১৩ নভেম্বর ২০১৫ সকাল ১০:০৪
ইবনে হাসেম লিখেছেন : সালাম মেজর রাহাত। খুবই সুন্দর করে শাহবাগী রাম ও বামদের মুখোশ খুলে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে দৃঢ়ভাবে চলার তৌফিক দিন আমিন।
১৩ নভেম্বর ২০১৫ সকাল ১০:২৪
290140
মেজর রাহাত০০৭ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
আমিন Happy
349579
১৩ নভেম্বর ২০১৫ সকাল ১০:৫৩
জ্ঞানের কথা লিখেছেন : দুষ্ট গুরুর থেকে শূন্য গোয়াল ভালো।
349580
১৩ নভেম্বর ২০১৫ সকাল ১১:০৬
অপি বাইদান লিখেছেন : ঠিক তাই, ইয়াবাসেবী ঐশীর জন্য আম জনতার কত দরদ। অথচ ইছলামপ্রেমী ধামড়া রাজাকার'দের জন্য কারো মাথাব্যাথা নেই।

আক্ষেপ, আপনার আল্লার কপাল খারাপ।
২১ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:০৫
291070
নকীব কম্পিউটার লিখেছেন : সেই পুরনো বেশ্যার আগমন!!
349582
১৩ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১০
আফরা লিখেছেন : চোরে চোরে খালাতু ভাই! অনেক ধন্যবাদ ।
349589
১৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২১
মোঃজুলফিকার আলী লিখেছেন : সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
349595
১৩ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:০০
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ধন্যবাদ
349601
১৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঐশির বিষয়টি দেখে মনে হচ্ছে পুলিশকে সন্তষ্ট করতেই এই রায়
349614
১৩ নভেম্বর ২০১৫ রাত ০৮:৩৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদ।
349647
১৪ নভেম্বর ২০১৫ সকাল ০৫:৩০
নাছির আলী লিখেছেন : অনেক ধন্যবাদ
১০
349850
১৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালই বলেছেন..ধন্যবাদ..
১১
350508
২০ নভেম্বর ২০১৫ দুপুর ১২:০৯
জুনাইদ হোসেন সবুজ লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File