যে কারণে মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া নিয়ে মিথ্যা নাটক করছে সরকার Surprised

লিখেছেন লিখেছেন মেজর রাহাত০০৭ ২১ নভেম্বর, ২০১৫, ০২:৫৭:৩৫ দুপুর



আগের ২ জন জামায়াত নেতা রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা না চেয়ে ঈমানের কঠিন পরীক্ষার মাধ্যমে ফাসির দড়িতে নিজেদের গলাকে সমর্পণ করে দিয়েছিলো। শুধু তারা নিজেরাই ঈমানের পরীক্ষা না , ঈমানের পরীক্ষা দিয়েছেন তাদের পরিবার ও। স্বামীকে শেষ বিদায় দিয়ে আসার পর কাদের মোল্লার স্ত্রীর ভি চিহ্ন অথবা কামারুজ্জামানের ১৩/১৪ বছরের মেয়ের ভি চিহ্ন , এগুলো শাহবাগী ও আওয়ামী সরকারের মনে আগুন ধরিয়ে দিয়েছিলো।







শাহবাগী ও তাদের সাগরেদদের সেই কি জ্বলুনি। তারা ভেবেছে হয়তো কাদের মোল্লা এবং কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাইবেন।

এতে বিরোধী মত বা দলের মনোবল ভেঙ্গে দেওয়া যাবে। জামায়াত শিবিরের নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলতে পারবে।

আজকে আবার সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদ রাষ্ট্রপতির কাছে ফাসির আবেদন করিয়েছেন বলে সিন্ডিকেট মিডিয়া দিয়ে প্রচার করছে সরকার ।

এর মাধ্যমে সরকার চায় আবারো বিরোধীদের নৈতিকভাবে দুর্বল করতে। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদকে দুর্বল ঈমানের মানুষ ও অপরাধী হিসেবে মানুষের কাছে সাব্যস্ত করতে এই প্রচারণা।

হয়তো এই প্রচারণার মাঝেই আবার প্রচার করবে রাষ্ট্রপতির কাছে করা আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি এবং আজকে রাতেই ফাসি কার্যকর।

এর মাধ্যমে সরকার মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীকে অপরাধী সাব্যস্ত করবে দেশের মানুষের সামনে।

ফাসি কার্যকরের পর , অজানাই থেকে যাবে আদতে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদ রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন কিনা ?

যেহেতু ফাসি কার্যকর হয়ে গেছে , তাই জানার কোনো সুযোগ থাকলো না , অথবা সরকার নিজেরাই জাল আবেদনপত্র বানিয়ে নিজেদের মিডিয়ায় প্রচার করবে।

কিন্তু প্রকৃত সত্য হলো তারা কেউই রাষ্ট্রপতির কাছে আবেদন করেননি , তবে তাদের প্রতি যে অবিচার করা হয়েছে , সেটি রাষ্ট্রপতিকে চিঠির মাধ্যমে অবহিত করতে চেয়েছিলেন।

বিষয়: বিবিধ

১৭৬৩১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350636
২১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:০৪
চোরাবালি লিখেছেন : ধন্যবাদ
350641
২১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৯
সিটিজি৪বিডি লিখেছেন : কেয়ামতের মাঠে আসল সত্য প্রকাশ হবে।
350644
২১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২৭
বাকপ্রবাস লিখেছেন : অপেক্ষায় থাকলাম আল্লাহ হয়তো এর বিচার খুব শিঘ্রই করবেন
350646
২১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৩
অপি বাইদান লিখেছেন : কিন্তু টেলিভিশনের পর্দায় সাকা-মুজার পরিবারের সাক্ষাৎকারে পরিস্কার হয়ে গেছে- সাকা-মুজা রাষ্ট্রপতির কাছে প্রানভিক্ষার আবেদন করেছেন।
২১ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:০২
291069
নকীব কম্পিউটার লিখেছেন : V এই চিহ্ন দেখালে কি বুঝায়? প্রাণ ভিক্ষা চেয়েছে? নাকি তার শহীদ হওয়ার মনোবাসনা পূর্ণ হয়েছে?
২১ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:২৬
291082
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : বাইদানী বুঝে না বুঝে শুধুই চিক্কর মারে!
350657
২১ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কী বিচিত্র এই দেশ!আরও কত কি দেখব?
350672
২১ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৩
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : সত্য একদিন আসল মহিমায় প্রকাশ পাবে।
350708
২১ নভেম্বর ২০১৫ রাত ০৮:৩০
শেখের পোলা লিখেছেন : মুসলীম ভিক্ষা চায় স্রষ্টার কাছে সৃষ্টির কাছে নয়৷ধন্যবাদ
350714
২১ নভেম্বর ২০১৫ রাত ১০:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মিথ্যা দিয়ে হত্যা তাই আরো মিথ্যা দিয়ে নিজেদের লজ্জাকে ঢাকার চেষ্টা।
351498
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৬
সুমন আহমেদ লিখেছেন : সবচাইতে বুঝদার অপি বাইদান, আর কেউ কিছু বুঝেনা তার লিখায় তাই বুঝাতে চান মনে হয়? তুমি আললাহর সম্পর্কে কটুক্তি করে নিজেই নির্বোধের পরিচয় দিচ্ছেন সেটা ভাবা দরকার।
১০
351499
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৮
সুমন আহমেদ লিখেছেন : সবচাইতে বুঝদার অপি বাইদান, আর কেউ কিছু বুঝেনা তার লিখায় তাই বুঝাতে চান মনে হয়? আপনি আললাহর সম্পর্কে কটুক্তি করে নিজেই নির্বোধের পরিচয় দিচ্ছেন সেটা ভাবা দরকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File