শুধু তোমার জন্য... Praying,

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ৩১ আগস্ট, ২০১৫, ০৩:১২:৫৯ দুপুর



আমার বিশ্বাসের বহর তুমি জানো

অহর নিশি তোমায় ভালোবাসি,

জীবনের সবটুকুন উজাড় করতে চাই

আমার ভালোবাসার মূল্য জানিনা-

চাইনা ভালোবাসার মূল্য ধরতে,

তোমার জন্যই আমি-আমার সবই তোমার

আবেগের সব টুকুই তোমার জন্য,

যখন কষ্ট পাই কোন কারনে তোমায় সুধাই

অনেক কিছুই বলি সঙ্গোপনে,

তুমি জানো আর কিছু জানি আমি

স্মৃতির দুর্বলতায় অনেক কিছুই ভুলে যাই,

শুধু তুমি ভুলোনা তার কিছুই,

আমার স্বপ্নগুলো তোমার হাত ধরে

হৃদয় উজার করে বেড়িয়ে আসে,

বিসাল আকাশের বিসালতায় তোমায় দেখি

চেয়ে থাকি তোমার মহানতার দিকে,

তোমার অস্তিত্ব হৃদয়ের পুরোটা জুড়ে

কখনো কাঁদি কখনো হাঁসি-কখনো বেরসিক আমি

অজ্ঞতায় অনুযোগের আঙ্গুল তুলি,

ভুলে যাই কখনো-তুমি আমার আপনজন

আমার অজ্ঞতা ক্ষমাকর হে মহামহিয়ান,

তোমার চরনতলে সপি সব অর্জন

শুধু তোমার পানেই সব আকুতি,

আমার স্বপ্নের সব গুলো চাওয়া তোমায় ঘিরে

আমার স্বপ্নগুলো বেড়ে উঠে-তোমারই হাত ধরে।

বিষয়: সাহিত্য

১৫১৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338838
৩১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৭
নাবিক লিখেছেন : ভালো লাগলো
০২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৩৯
280571
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : নাবিককে আন্তরিক ধন্যবাদ আমার বন্দরে খালি মুখে খানিক দাড়ানোর জন্য...Love Struck Love Struck Love Struck
338849
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এতো প্রেম ভাই আপনার মধ্যে? এক্কেরে প্রেমের সাগর। Big Grin
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১১
280242
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আল্লাজীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ...

ঈর্ষা করার মত প্রেম !!
০২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪০
280572
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমার প্রেম যত শুধু তাহারই জন্য যিনি প্রেমের সৃষ্টিকর্তা...আন্তরিক ধন্যবাদ প্রেমিদয়ের জন্য Love Struck Love Struck Love Struck রইল।
338942
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪৯
প্যারিস থেকে আমি লিখেছেন :
বিশাল আকাশের বিশালতায় তোমায় দেখি
তোমাকে খুজি
তোমার প্রেমের কবিতা লিখি।
০২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৪
280573
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : তার প্রেমের বিশালতা বর্ণনা এই জীবনে এক কলমে একজনে সম্ভব না তাই যে যেখানেই থাকি প্রেমময় জীবনে যেনো তাহারই প্রেমময় কবিতা কিংবা গল্প লিখি...কারন যিনি যে প্রেমময় প্রসংশাই চান...ধন্যবাদ প্যারিস ভাইLove Struck Love Struck Love Struck
339631
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪২
আফরা লিখেছেন : যার জন্য এত ভালবাসা তার জন্যই সবাইকে ভালবাসুন । ধন্যবাদ ভাইয়া ।
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪০
281044
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : বাসিতো তার খুশির জন্যইতো ভালোবাসি...ধন্যবাদ আফরা দিদি শেষ অবদি তোমার মন্তব্য পেলাম...খুশি হলাম অনেক...Love Struck Love Struck Love Struck
341083
১১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বাহ! মাশাআল্লাহ আপনার কবিতাগুলো তো আসলেও খুব ভালো
১২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪৮
282629
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনাকে স্বাগতম হে ঘুম ভাঙ্গানি কবি...,আসলেই মানুষগুলো ঘুমে তাইতো দ্বীন লাঞ্চিত হয় মরা মুসলমান লাগেনা কোনই কামে,আন্তরিক ধন্যবাদ হে পারমিতাLove Struck Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File