শুধু তোমার জন্য... ,
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ৩১ আগস্ট, ২০১৫, ০৩:১২:৫৯ দুপুর
আমার বিশ্বাসের বহর তুমি জানো
অহর নিশি তোমায় ভালোবাসি,
জীবনের সবটুকুন উজাড় করতে চাই
আমার ভালোবাসার মূল্য জানিনা-
চাইনা ভালোবাসার মূল্য ধরতে,
তোমার জন্যই আমি-আমার সবই তোমার
আবেগের সব টুকুই তোমার জন্য,
যখন কষ্ট পাই কোন কারনে তোমায় সুধাই
অনেক কিছুই বলি সঙ্গোপনে,
তুমি জানো আর কিছু জানি আমি
স্মৃতির দুর্বলতায় অনেক কিছুই ভুলে যাই,
শুধু তুমি ভুলোনা তার কিছুই,
আমার স্বপ্নগুলো তোমার হাত ধরে
হৃদয় উজার করে বেড়িয়ে আসে,
বিসাল আকাশের বিসালতায় তোমায় দেখি
চেয়ে থাকি তোমার মহানতার দিকে,
তোমার অস্তিত্ব হৃদয়ের পুরোটা জুড়ে
কখনো কাঁদি কখনো হাঁসি-কখনো বেরসিক আমি
অজ্ঞতায় অনুযোগের আঙ্গুল তুলি,
ভুলে যাই কখনো-তুমি আমার আপনজন
আমার অজ্ঞতা ক্ষমাকর হে মহামহিয়ান,
তোমার চরনতলে সপি সব অর্জন
শুধু তোমার পানেই সব আকুতি,
আমার স্বপ্নের সব গুলো চাওয়া তোমায় ঘিরে
আমার স্বপ্নগুলো বেড়ে উঠে-তোমারই হাত ধরে।
বিষয়: সাহিত্য
১৫১৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাজীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ...
ঈর্ষা করার মত প্রেম !!
বিশাল আকাশের বিশালতায় তোমায় দেখি
তোমাকে খুজি
তোমার প্রেমের কবিতা লিখি।
মন্তব্য করতে লগইন করুন