সাইবার অপরাধী দমনে দেশেই ডিজিটাল ফরেনসিক ল্যাব

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩১ আগস্ট, ২০১৫, ০৩:১৮:০১ দুপুর



অনেকেই ইন্টারনেটের সুযোগে নানাভাবে দেশ ও দেশের মানুষকে অসম্মান করছে। এর বাইরেও নানা ধরনের সাইবার অপরাধের ঘটনা দিন দিন বাড়ছে। সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় সামাজিক যোগাযোগের সাইটগুলোর (ফেসবুক, টুইটার) ওপর নিবিড় পর্যবেক্ষণ চালাবে সরকার। একই সঙ্গে সাইবার অপরাধ তদন্ত করে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে স্থাপন করা হচ্ছে 'আইসিটি ফরেনসিক ল্যাব'। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ল্যাব স্থাপন করা হবে। ইন্টারনেটে অপরাধ করলে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন ভ্রাম্যমাণ আদালত। সে জন্য সাইবার অপরাধের বিচারের বিষয়টি ভ্রাম্যমাণ আদালত আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে প্রণয়ন করা হচ্ছে সাইবার সিকিউরিটি গাইডলাইন ও তথ্য নিরাপত্তা পলিসি গাইডলাইন। পর্যবেক্ষণ, ব্লক প্রতিহতকরণ এবং যেকোনো হোস্টেড ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট পর্যবেক্ষণে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সাইবার আক্রমণ প্রতিহতে সক্ষম হবে বাংলাদেশ সরকার।

বিষয়: বিবিধ

৭৫৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338831
৩১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩২
হতভাগা লিখেছেন : সাধারণ মানুষকে পেরেশানী করার আরেকটি উপায়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File