এ বছরে গুম হয়েছে ৪০ জন, দিন যায় মাস যায় তবু ফিরে আসে না তারা কোনো দিন ফিরে আসবেন না তাদের প্রিয়জন এমন অনেকেই ধরে নিয়েছে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩১ আগস্ট, ২০১৫, ০২:৪৯:৪৬ দুপুর

১- গত ৫ মার্চ পল্লবী এলাকা থেকে নিখোঁজ হন পোশাকশ্রমিক আমিনুল ইসলাম।

২- ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে অপহৃত হন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী।

৩- তার গাড়িচালক আনসার আলীকেও তুলে নেয়া হয়।

৪- ২০১০ সালের ২৫ জুন রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোড থেকে অপহৃত হন বিএনপি নেতা ৫৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার চৌধুরী আলম।

৫-২৫ জুন রাত ৮টার দিকে ফার্মগেটে যাওয়ার পথে গাড়ি থেকে নামিয়ে তাকে তুলে নেয়া হয়।

৬- কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সভাপতি লাকসাম বাজার বণিক সমিতির সভাপতি ও লাকসামের সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু

৭- লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ

৮- রাজধানীর দক্ষিণখানের ছাত্রদল নেতা নিজামউদ্দিন মুন্না (২৪)

৯- ঝিন্টু (২৪)

১০- কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান সেন্টু ১১- বংশাল থানার সহসভাপতি সোহেল

১২-৭১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো: জহির

১৩- সাধারণ সম্পাদক মো: পারভেজ

১৪- ৭২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি ও কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য সাব্বির

১৫- বংশাল থানা ছাত্রদলের সদস্য মো: চঞ্চল

১৬- ৭১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য মো: কালু

১৭- সূত্রাপুর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সম্রাট মোল্লা

১৮- ৭৯ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি খালেদ হাসান সোহেল

১৯- ৭৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আনিসুর রহমান ও

২০- সহসাংগঠনিক সম্পাদক মো: বিপ্লব এবং

২১- ৮০ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ মিঠুকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।

২২-ছাত্রদল নেতা আসাদুজ্জামান রানা

২৩- মাযহারুল ইসলাম রাসেল ও

২৪- আল আমিন

২৫- ছাত্রদলের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মফিজুর রহমান আশিক এবং ২৬- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিয়াউর রহমান

২৭- গোপালগঞ্জের বোড়াশী পশ্চিমপাড়ার মান্দারতলার উবায়দুর,

২৮- কাশিয়ানি উপজেলার দক্ষিণ ফুকরার মিল্টন বাজার এলাকার মাহবুব

২৯- আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ হাজী

৩০- তার জামাতা নজরুল ইসলাম বাছা

৩১- ব্যবসায়ী হুমায়ুন

৩২- কামরাঙ্গীরচরের মাওলানা শামীম

৩৩- ওয়ালি উল্লাহ

৩৪- ছাত্রলীগ নেতা দেলোয়ার

৩৫- শ্রমিক হাবিবুর রহমান

৩৬- ব্যবসায়ী আবদুল করিম হাওলাদার

৩৭- রাজধানীর মিরপুরের ুদ্র ব্যবসায়ী কালাম শেখ

৩৮- তার মামাতো ভাই আবুল বাশার শেখ

৩৯- আবদুল করিম ও আতাউর রহমান ওরফে ইস্রাফিল

৪০- পুরান ঢাকা থেকে ব্যবসায়ী রেজাউল করিম রিজভি

৪১- সূত্রাপুরের ব্যবসায়ী তারিবউদ্দিন আহম্মেদ

৪২- শাহজাহানপুর থেকে দোকান কর্মচারী রফিকুল ইসলাম

৪৩- জিন্দাবাহার লেনের ব্যবসায়ী আয়নাল মোল্লা

৪৪- কামরাঙ্গীরচরের আবদুল আজিজ লেনের বাসিন্দা সুলতান হাওলাদার

৪৫- রাজধানীর দক্ষিণখান থেকে ব্যবসায়ী সাইফুল ইসলাম

৪৬- ফকিরেরপুলের হোটেল অবসরের সামনে থেকে ফেনীর সারোয়ার জাহান বাবুল

৪৭- রাজধানীর সূত্রাপুর থেকে ব্যবসায়ী মমিন হোসেন

৪৮- রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপা জামে মসজিদের ইমাম ও গোদাগাড়ী পালপুর ধরমপুর মহাবিদ্যালয়ের প্রভাষক আমিনুল ইসলাম

৪৯- মালিবাগ থেকে অপহৃত ভোলার আরিফ

৫০- জসিম, জুয়েল

৫১- শেখ সাদী

৫২- দিদার

৫৩- আকাশ ও

৫৪- মিরাজ

৫৫- হাতিরপুল এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হল ছাত্রদলের সাহিত্য ও গবেষণা সম্পাদক শামীম হাসান সোহেল

৫৬- মাসুম হোসেন

৫৭- ঢাকার ফরাশগঞ্জ এলাকা থেকে ব্যবসায়ী তাবিরউদ্দিন আহম্মেদ রানা নিখোঁজ হন।

৫৮-রাজধানীর গেণ্ডারিয়া থেকে নিখোঁজ হন তপন দাস

৫৯- ৯৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক তুষার ইসলাম টিটু

৬০- ফার্মগেটের ব্যবসায়ী ইউসুফ আলী সুজন

৬১- ব্যবসায়ী জহির রায়হান হিরণ

৬২- ব্যবসায়ী হাজী ওয়াজি উল্লাহ

৬৩- সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের ইউনুস মুন্সি

৬৪- তার মামাতো ভাই শেখেন মাতবর

৬৫- তাদের সঙ্গী হাফিজুল ইসলাম স্বপন

৬৬- চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার মোজাফফর

৬৭- ব্যবসায়ী শহীদুর রহমান

৬৮- সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: মাসুদ

৬৯- যাত্রাবাড়ীর গোলাম মুর্তাজা

৭০- বরিশালের করিম কুঠির এলাকার আলী হায়দার

৭১- বরিশালের জাগুয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড বিএনপির সম্পাদক ফরিদউদ্দিন

৭২- বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা নান্না

৭৩- ফরিদপুরের নগরকান্দার সোবহান এবং

৭৪-গাইবান্ধার ব্যবসায়ী মিজানুর রহমান

৭৫- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আল মুকাদ্দাস (২৩) ও

৭৬-ওয়ালিউল্লাহ (২৪)

৭৭- ঝালকাঠির রাজাপুর থানা যুবদল নেতা মিজানুর রহমান জমাদ্দার এবং

৭৮-তার দুই সহযোগী মুরাদ ও

৭৯-ফোরকান

৮০- মিজানের শ্যালক মিজান শিকদার এবং

৮১-তার ভাতিজা সুমন

৮২- নজরুল ইসলাম বাছা

৮৩- শ্রমিক হাবিবুর রহমান

৮৪- ব্যবসায়ী আবদুল করিম হাওলাদার

৮৫- সাবেক ছাত্র নেতা শামীম। এভাবে অনেকেই নিখোঁজ হয়েছেন।

বিষয়: বিবিধ

১১৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338828
৩১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৬
হতভাগা লিখেছেন : আপনি দেশে আসেন , আপনাকেও খাতির যত্ন করা হবে ।
৩১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৬
280223
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনি কি পেইড না আনপেইড
মনে হচ্ছে আনপেইড !
338864
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গুম থেকে এখন সব হয়ে গেছে ঘুম!
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১৭
280243
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck Good Luck Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
338898
৩১ আগস্ট ২০১৫ রাত ০৮:২৬
লজিকাল ভাইছা লিখেছেন : আমরা সবাই গুম, আমাদের এক ডাইনীর রাজত্বে !!
৩১ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৬
280269
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ডাইনি সহ কিছু পেড এজেন্ট আছে আর কিছু আনপেইড এজেন্ট আাছে আল্লাহ দিন দিলে ........বলব

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File