হায়েনা নৃত্যে মাতাল শুকুন
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৫ নভেম্বর, ২০১৪, ১২:১২:০৩ দুপুর
শুকুনিরা দল বেধেছে রক্ত খাবে
হায়েনা নৃত্যে মাতাল শুকুন,
মরাপচা আর খাবেনা-পণ করেছে
শুকুনির প্রজন্ম যখন বিলিন প্রায়,
মেতেছে অস্তিত্ব্য রক্ষার চেষ্টায়
শুকুনির বিষে আক্রান্ত্য প্রজন্ম,
মায়াজাল বিছিয়েছে শুকুনি
অস্থির শুকুনি-আজন্ম ক্ষুদায়,
জনম জনমের অতৃপ্ত্য ক্ষুধা !
শুকুনির রক্ত চক্ষু আজ দিবালোকে,
নিরিহ প্রান গুলো নিরবে কাঁদে
রজনী কাটে চোখের জলে বুক ভাঁসিয়ে,
অধীর আগ্রহে কাঁদে -শুকুনি খাবে,
শহীদ হবে-বীর দর্পে দাড়াবে-
মহান মালিকের দরবারে।
১০/২/২০১৩
বিষয়: বিবিধ
৯৯৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসি আলক্ষে দাঁড়ায়েছে তারা দেবে কোন বলিদান।
আজি পরীক্ষা জাতির অথবা জাতিরে করিবে ত্রান।
দুলিতেছে তরী ফুলিতেছে জ্বল, কাণ্ডারি হুঁশিয়ার।
নিরিহ প্রান গুলো নিরবে কাঁদে
রজনী কাটে চোখের জলে বুক ভাঁসিয়ে,
অধীর আগ্রহে কাঁদে -শুকুনি খাবে,
অনেক সুন্দর, ভালো লাগলো।
মন্তব্য করতে লগইন করুন