মনে যদি পরে.........
লিখেছেন লিখেছেন পুস্পগন্ধা ২৫ নভেম্বর, ২০১৪, ১২:১৪:১৫ দুপুর
মনে যদি পরে মোরে ভোরে দরজা খুলে
শিশির ফোটায় চোখ রেখো আমাকে ভুলে।
মনে যদি পরে মোরে সকালের রোদে
ঝরে পরা কিছু ফুল কুড়িয়ে নিয়ো ছুটে ।
মনে যদি পরে মোরে আলসেমি দুপুরে
রোদের মাদকতায় পা ভিজিয়ো পুকুরে।
মনে যদি পরে মোরে বিকেলের ছায়ায়
রোদে পোড়া কোন ফুলে আদর দিয়ো মায়ায়।
মনে যদি পরে মোরে গোধুলীর আলোতে
ভেবে নিয়ো কিছুক্ষন অবেলার বেলাতে।
মনে যদি পরে মোরে জোনাকী জলাতে
চেয়ে থেকো কিছু সময় তার ই চলাতে।
মনে যদি পরে মোরে শত কাজের ভীরে
চেয়ে দেখো পাখিদের চলে যাওয়া নীরে।
মনে যদি পরে মোরে বর্ষার বাদলে
খুজে দেখো কত হাসি ভেজা কদম ফুলে।
মনে যদি পরে মোরে বিষন্নতায়
সুখ খুজ উড়ে যাওয়া পাখির পাখায়।
বিষয়: বিবিধ
১২২৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিশির ফোটায় চোখ রেখো আমাকে ভুলে।
মনে যদি পরে মোরে সকালের রোদে
ঝরে পরা কিছু ফুল কুড়িয়ে নিয়ো ছুটে ।
আহ আজ বিকেলটা সত্যি শুধু আমার। কবিতাটা পড়ে প্রাণে যেন পানি পেলাম। সত্যি অসাধারণ চমৎকার।
মন্তব্য করতে লগইন করুন