চোখ বন্ধ করে খেয়ে দেখতে পারেন, মজাদার !!!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৫ নভেম্বর, ২০১৪, ১২:৪৪:০৪ দুপুর
গু...উ...উ.....মেরী জিন্দেগী...হে....
গু..উ..উ..উ..মেরী হার খুশী..হে......
গু ই পিয়ার...গু ই চাহাত....গু হি আশিকী...হে..
গু...উ...উ.....মেরী জিন্দেগী...হে....
গু..উ..উ..উ..মেরী হার খুশী........হে.........
=============
================
===================
======================
==========================
=============================
=================================
=============
================
===================
======================
==========================
=============================
=================================
=============
================
===================
======================
==========================
=============================
=================================
=============
================
===================
======================
==========================
=============================
=================================
কথায় আছে-আগে দর্শনধারী,তারপর গুন বিচারী।
কথা সত্য। উপরের চিত্রটি আসলে চকলেটের। আপনারা ট্রাই করে দেখতে পারেন। চকলেট আমার খুব প্রিয়। তবে চোখ বন্ধ করেও বোধহয় উপরের চকলেটটি খেতে পারব না।
কিন্তু বহু লোক আছে যাদের একটু ব্যতিক্রমধর্মী খাবার পছন্দ। শুনেছি জার্মানীর একটি কোম্পানী সত্যিকারের গু থেকে বিস্কুট তৈরী করে। সেটার দাম বেশী। অবশ্য সেটাকে বিশেষ প্রক্রিয়ায় তৈরী করে খাবার উপযোগী করে।
ব্রাজিলের এক প্রকার কফি আছে যার দাম অনেক বেশী। কফি বাগানে গন্ধগোকুল নামক বেজী সদৃশ এক প্রকার প্রানীর অভয়ারন্য তৈরী করা হয়। সেই প্রানী কফি বীজ খায় এবং মলত্যাগ করে। সেই মল শুকিয়ে গুড়ো করে দামী কফি তৈরী করা হয়। গন্ধগোকুলের গু হওয়াতে সেটাতে নাকি অত্যন্ত আকর্শনীয় গন্ধ তৈরী হয়। ধনীরা নাকি তা বেশী পছন্দ করে। ....কোনো উদ্যোক্তা বিষয়গুলো ভেবে দেখতে পারে। পৃথিবীতে অনেক ধনী আছে,যারা স্বাদে বৈচিত্র আনতে অনেক কিছু করছে। অতএব অনেকের ব্যবসায়িক সুযোগ তৈরী হচ্ছে।.....ফ্রি আইডিয়ার মর্ম বাঙ্গালীরা বোঝে না। যাইহোক,,,বিষয়টা মাথায় রেইখেন....
গু থেকে যদি দারুন কিছু হয়, মন্দ কি ???
বিষয়: বিবিধ
৪৪৩৭ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আইডিয়াটা নাস্তিকদের সরবরাহ করুন!
আইডিয়াটা নস্তিকদের সরবরাহ করুন!!
আইডিয়াটা নাস্তিকদের সরবরাহ করুন!!!
শুরুর ছবি আর গান ..... ছিঃ ছিঃ ছিঃ
আপনার রুচির দিনকে দিন অধঃপতন হচ্ছে , সঙ্গ দোষেই মনে হয় ।
আমার এখনো কেমন লাগছে!
বাকী লিখাটি ভালো লাগলো। কিন্তু প্রথমেই গু'র উপরে প্রজাপতিটা লিখাটার জাত মেরে দিলো।
নাক বন্ধ করে দুরিয়ান খেয়েছি। কিন্তু চোখ বন্ধ করে খেতে পারবনা!!! একবার না দেখে বুফে তে ভাল পরিমানে পর্ক সূট খেয়ে নিয়েছিলাম!!!
তবে আইডিয়াটি দারুনসসস ভাইয়া,
মানুষের টয়লেটের বিস্কট আবার বড়লোকদেরই পছন্দ গরীবরা বেচে গেছে
মন্তব্য করতে লগইন করুন