বার্থ ডে আসলে কি আনন্দের না চিন্তার?

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৫ নভেম্বর, ২০১৪, ১২:৫৩:৫৪ দুপুর



সকালে নেট ওপেন করে দেখি ইনবক্সে অসংখ্য মেসেজ। সবাই কেবল হ্যাপি বার্থডে জানাচ্ছে। তাতে আমারও স্মরণ হলো, আসলেই তো! কিন্তু আজকের এই দিনটি কি আসলেই হ্যাপি বা আনন্দের না বেদনার হওয়া উচিত তাই ভেবে পাচ্ছি না!

দেখতে দেখতে জীবন থেকে কেটে গেলো প্রায় ত্রিশটি বছর। অর্থাৎ আজকের দিনে আমার জীবন ও হায়াত থেকে ৩০ বছর মাইনাস হওয়া পূর্ণ হলো। সামনে আর কয় বছর বা কয়টি দিন হায়াত আছে জানি না। যদি ঈমান ও আমলে সালেহ এর সাথে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তবেই কেবল প্রকৃত হ্যাপিনেস হয়তো আসবে। না হলে ভীষণ মুসিবত!

জীবনের এই মধ্য দুপুরে এসে পার্থিব জৌলুষ কেমন যেনো ফিকে হয়ে আসছে। কেবলমাত্র পানাহার আর ভোগ-বিলাসের এই দুনিয়াবী জীবনের প্রতি দিন দিন অনীহা বাড়ছে। বারবার কেবল মনে হচ্ছে যতো দ্রুত এই কোলাহল ও দায়িত্বগুলো শেষ করে পরকালের চিরস্থায়ী আবাসের দিকে ঈমানের সাথে রওয়ানা হওয়া যায় ততই ভালো।

হে আল্লাহ! তুমি আমাকে এবং যারা আজকের এই দিনে আমার জন্য দু'আ করছে তুমি তাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করো। জীবনের অবশিষ্ট্য সময়টুকু তোমার দীনের জন্য কাজে লাগাবার তাওফীক দাও। আর ঈমানের সাথে শাহাদাতের মৃত্যু দান করো। আমীন।

বিষয়: বিবিধ

১৩৭১ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287795
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০৩
ক্ষনিকের যাত্রী লিখেছেন :
যদি ঈমান ও আমলে সালেহ এর সাথে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তবেই কেবল প্রকৃত হ্যাপিনেস হয়তো আসবে। না হলে ভীষণ মুসিবত!

সুন্দর লিখেছেন, জাযাকাল্লাহু খাইরান।
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০৮
231518
মাই নেম ইজ খান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
287796
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০৩
কাহাফ লিখেছেন :
প্রায় সব বিষয়েই নেতিবাচক মনোভাবই প্রকাশ পায় আমার থেকে!অনেক বিষয়েই সাধারণতঃ সহমত পোষণ করতে পারি না আমি!
আজ আপনার সুন্দর উপলব্ধির সাথে সহমত আমি!
'ফেলে আসা দিনের সমস্ত ভূল-ভ্রান্তি মুছে ফেলে,অর্থময় কল্যাণকর সুন্দর আগামী মহান আল্লাহ আপনাকে-আমাকে-সবাই কে দান করুন'আজকের শুভ দিনে এই দোয়া আমার!
Rose Rose Rose I Don't Want To See I Don't Want To See I Don't Want To See
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০৮
231517
মাই নেম ইজ খান লিখেছেন : আমীন।

জাযাকাল্লাহ। Good Luck Good Luck
287813
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৮
চিরবিদ্রোহী লিখেছেন : আমার মনে হয়, জীবনের গত প্রতিটি মুহুর্তই আমাদের নতুন নতুন জ্ঞান, অভিজ্ঞতা, পরিপূর্ণতা নিয়ে আসে। সেই দিক থেকে ৩০ বছর পার করা মানে ৩০ বছরের বাস্তবিক অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ।
প্রয়োজন ভবিষ্যৎ ত্রুটিগুলোকে জয় করে নতুন প্রেরণায় সামনে এগিয়ে যাওয়া।
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৭
231563
মাই নেম ইজ খান লিখেছেন : সুন্দর মন্তব্য। অনেক ধন্যবাদ।
287819
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৭
মোস্তফা সোহলে লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন।আমিন
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৮
231565
মাই নেম ইজ খান লিখেছেন : আমীন।
287824
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৮
231566
মাই নেম ইজ খান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
287834
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
ত্রিশ বছর আল্লাহতায়লা যা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতাই মনে হয় জন্মদিনের উচিত কাজ।
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৭
231564
মাই নেম ইজ খান লিখেছেন : অসাধারণ সুন্দর মন্তব্য। আন্তরিক জাযাকাল্লাহ।
287845
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বারবার কেবল মনে হচ্ছে যতো দ্রুত এই কোলাহল ও দায়িত্বগুলো শেষ করে পরকালের চিরস্থায়ী আবাসের দিকে ঈমানের সাথে রওয়ানা হওয়া যায় ততই ভালো।

সুন্দর বলেছেন। এই ফিতনা ফ্যাসাদের দুনিয়া থেকে যত তাড়াতাড়ি পারা যায় চলে যাওয়াই উত্তম।
২৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৭
231667
মাই নেম ইজ খান লিখেছেন : আন্তরিক ধন্যবাদ। Good Luck Good Luck
287862
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৫
আফরা লিখেছেন : হে আল্লাহ আমাদের সবাইকে জীবনের অবশিষ্ট্য সময়টুকু তোমার দীনের জন্য কাজে লাগাবার তাওফীক দাও। আর ঈমানের সাথে শাহাদাতের মৃত্যু দান করো। আমীন।
287896
২৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৬
ছালসাবিল লিখেছেন : Sad দিন যাচ্ছে বয়শ বারছে Sad একটু একটু করে কবরের দিকে যাচ্ছি Sad হঠাত একদিন দেখবেন আমি নেই ব্লগে Sad জন্মদিন আসা মানে বয়শ ১ বছর বাড়লো Sad

সবাই বলেলেলেলেলে...এ
সবাই বলে, বয়শ বাড়ে, Sad
আমি বলি কমে রে Sad
আমি বলি ককককমে Crying

এই মাটির দেহ Sad
খাইবো মাটি Sad
প্রতিদমে দমে রেরেরে Crying
প্রতি দমে দমে Crying

ভাইয়া-কান্না আসতেছে Crying
১০
287938
২৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
ভিশু লিখেছেন : শুভ জন্মদিন।
Happy Happy
Good Luck Good Luck
Rose Rose
১১
288014
২৫ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৫
শেখের পোলা লিখেছেন : বার্থডে? আজালের এক বৎসর কর্তন হল৷ সাবধান হোন, সাবধান করুন৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File