বার্থ ডে আসলে কি আনন্দের না চিন্তার?
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৫ নভেম্বর, ২০১৪, ১২:৫৩:৫৪ দুপুর
সকালে নেট ওপেন করে দেখি ইনবক্সে অসংখ্য মেসেজ। সবাই কেবল হ্যাপি বার্থডে জানাচ্ছে। তাতে আমারও স্মরণ হলো, আসলেই তো! কিন্তু আজকের এই দিনটি কি আসলেই হ্যাপি বা আনন্দের না বেদনার হওয়া উচিত তাই ভেবে পাচ্ছি না!
দেখতে দেখতে জীবন থেকে কেটে গেলো প্রায় ত্রিশটি বছর। অর্থাৎ আজকের দিনে আমার জীবন ও হায়াত থেকে ৩০ বছর মাইনাস হওয়া পূর্ণ হলো। সামনে আর কয় বছর বা কয়টি দিন হায়াত আছে জানি না। যদি ঈমান ও আমলে সালেহ এর সাথে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তবেই কেবল প্রকৃত হ্যাপিনেস হয়তো আসবে। না হলে ভীষণ মুসিবত!
জীবনের এই মধ্য দুপুরে এসে পার্থিব জৌলুষ কেমন যেনো ফিকে হয়ে আসছে। কেবলমাত্র পানাহার আর ভোগ-বিলাসের এই দুনিয়াবী জীবনের প্রতি দিন দিন অনীহা বাড়ছে। বারবার কেবল মনে হচ্ছে যতো দ্রুত এই কোলাহল ও দায়িত্বগুলো শেষ করে পরকালের চিরস্থায়ী আবাসের দিকে ঈমানের সাথে রওয়ানা হওয়া যায় ততই ভালো।
হে আল্লাহ! তুমি আমাকে এবং যারা আজকের এই দিনে আমার জন্য দু'আ করছে তুমি তাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করো। জীবনের অবশিষ্ট্য সময়টুকু তোমার দীনের জন্য কাজে লাগাবার তাওফীক দাও। আর ঈমানের সাথে শাহাদাতের মৃত্যু দান করো। আমীন।
বিষয়: বিবিধ
১৩৭১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর লিখেছেন, জাযাকাল্লাহু খাইরান।
প্রায় সব বিষয়েই নেতিবাচক মনোভাবই প্রকাশ পায় আমার থেকে!অনেক বিষয়েই সাধারণতঃ সহমত পোষণ করতে পারি না আমি!
আজ আপনার সুন্দর উপলব্ধির সাথে সহমত আমি!
'ফেলে আসা দিনের সমস্ত ভূল-ভ্রান্তি মুছে ফেলে,অর্থময় কল্যাণকর সুন্দর আগামী মহান আল্লাহ আপনাকে-আমাকে-সবাই কে দান করুন'আজকের শুভ দিনে এই দোয়া আমার!
জাযাকাল্লাহ।
প্রয়োজন ভবিষ্যৎ ত্রুটিগুলোকে জয় করে নতুন প্রেরণায় সামনে এগিয়ে যাওয়া।
ত্রিশ বছর আল্লাহতায়লা যা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতাই মনে হয় জন্মদিনের উচিত কাজ।
সুন্দর বলেছেন। এই ফিতনা ফ্যাসাদের দুনিয়া থেকে যত তাড়াতাড়ি পারা যায় চলে যাওয়াই উত্তম।
সবাই বলেলেলেলেলে...এ
সবাই বলে, বয়শ বাড়ে,
আমি বলি কমে রে
আমি বলি ককককমে
এই মাটির দেহ
খাইবো মাটি
প্রতিদমে দমে রেরেরে
প্রতি দমে দমে
ভাইয়া-কান্না আসতেছে
মন্তব্য করতে লগইন করুন