নারী পুরুষের সমান নয়: এরদোগান
লিখেছেন লিখেছেন খান জুলহাস ২৫ নভেম্বর, ২০১৪, ১২:৫৪:৫৬ দুপুর
নারী যে পুরুষের সমান নয় তা আমরা সকলেই জানি। কিন্তু তা জানা সত্বেও লুচ্চা লোক গুলো নারী পুরুষের সমান বলে নারীকে অশ্লীল ভাবে উপাস্থাপন করছে পশ্চিমাদের সাহায্য নিয়ে।
নারী পুরুষের সমান নয় এই সত্য কথাটি বর্তমান বিশ্বে বলা অনেক কষ্ট সাধ্য ব্যাপারতো বটে। তাও যদি হয় ইউরোপের কোন দেশের প্রধানের মুখে তা হলে তো কথাই নেই। ঠিকই ইউরোপে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান এমনই এক বক্তব্য দিলেন।
তিনি বললেন, নারীদের পুরুষের সমান হিসেবে বিবেচনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন মাতৃত্বের অধিকার হরণের জন্য নারীবাদীদের অভিযুক্তও করেন তিনি।
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে গতকাল সোমবার নারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আপনি কর্মক্ষেত্রে গর্ভবতী নারী ও একজন পুরুষকে একই মাত্রায় বিবেচনা করতে পারেন না। এটা প্রকৃতি বিরোধী একটি কাজ। পুরুষেরা করতে পারে এমন কাজ নারীদের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। আমাদের ধর্মে মাতৃত্বের গুরুত্ব অনেক উঁচুতে। কিন্তু নারীবাদীরা এই গুরুত্ব উপলব্ধি করতে পারেন না।’
তিনি নারীদের সমধিকারের পরিবর্তে সম্মানের সমতার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে তুর্কি নারীদের তিনটি করে সন্তান নেওয়ার কথা বলেন এবং গর্ভপাত কিংবা সিজারের মাধ্যমে শিশু জন্ম দিলে ওই নারীদের বেত্রাখাত করার আহ্বান জানান তিনি
Click this link এখানেই ক্লিক করুন
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নারী অধিকারের ধ্বজাধারীদের চুলকানী শুরু হলেও প্রদত্ব বক্তব্যের সাথে ১০০% সহমত পোষণ করছি!
অনেক ধন্যবাদ আপনাকে!!
m/ m/
০ কিন্তু দেখা যায় একই পজিশনে নারী ও পুরুষ থাকে । করা সম্ভব হয়ে না উঠলে বা করতে না পারলে বা করতে না দেওয়া নিয়মে পরিনত করলে মানে ছাড় দিলে - তার বেতন কিন্তু সেই পুরুষ কলিগের চেয়ে কম হয় না।
মজাই মজা । চাকরির কারণে ঘরের বাইরে থাকে বলে স্বামীর সংসার দেখভাল করতে হল না , আবার নারী বলে পুরুষের সমান কাজ করতে পারবে না বলে তাকে কাজের চাপের বাইরে রাখা হয় ।
দুইখানের কোন খানেই তার তেমন কোন দায়িত্ব বা চাপ নেই , তবে ফ্যাসিলিটিজ কম পায় না পুরুষের তুলনায় বরং বেশীই পায় অনেকক্ষেত্রে।
এরকম লাইফ কে না চায় !
মন্তব্য করতে লগইন করুন