"আপন ভোলা মেঘলাবেলা"
লিখেছেন লিখেছেন নতুন মস ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:০৫:১২ দুপুর
আকাশ ত মেঘলা
দিন দুপুরে বিষণ্নতা...
নেই আজ,
রোদের খেলা
আপন ভোলা।
সবুজদের কচি পাতা
ফ্যাকাস হয়ে যায়
পথে ঘাটে তাই
প্রকৃতি করে অলসতা বিলি
নিদারুণ নিরবতা।
মৃদু ঝাকুনি...
টিপটপ শিশিরের
কণা,
ঝর ঝর ঝরছে...
বাতাসের টান
ঐ ঘাসের ডগার
জল
গড়িয়ে পড়ে অনমনে।
আর কত কাল
এ পথ চলা..
কান পেতে
শুনতে...
করুণ বেহালার শেষ সুর
বেজে ওঠুক
অপেক্ষা।
#নতুন_মস
সূর্যবাড়ি
(বিষণ্নতার ঘেরা রাস্তা)
বিষয়: বিবিধ
৯৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন