"আপন ভোলা মেঘলাবেলা"

লিখেছেন লিখেছেন নতুন মস ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:০৫:১২ দুপুর

আকাশ ত মেঘলা

দিন দুপুরে বিষণ্নতা...

নেই আজ,

রোদের খেলা

আপন ভোলা।

সবুজদের কচি পাতা

ফ্যাকাস হয়ে যায়

পথে ঘাটে তাই

প্রকৃতি করে অলসতা বিলি

নিদারুণ নিরবতা।

মৃদু ঝাকুনি...

টিপটপ শিশিরের

কণা,

ঝর ঝর ঝরছে...

বাতাসের টান

ঐ ঘাসের ডগার

জল

গড়িয়ে পড়ে অনমনে।

আর কত কাল

এ পথ চলা..

কান পেতে

শুনতে...

করুণ বেহালার শেষ সুর

বেজে ওঠুক

অপেক্ষা।

#নতুন_মস

সূর্যবাড়ি

(বিষণ্নতার ঘেরা রাস্তা)

বিষয়: বিবিধ

৯৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177774
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আকাশে সত্যি মেঘ দেখা যাচ্ছে...চমৎকার অনুভূতি! ভালো লাগলো অনেক। কবিকে ধন্যবাদ
177948
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
ইশরাত জাহান রুবাইয়া লিখেছেন : ভালো লাগলো কবিতাটি। খানিকটা আনমনা করে দিলো যেন! Day Dreaming Day Dreaming

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File