কেন এমন গাঁজাখুরী প্রতিবেদন ?!

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৩৫:০২ দুপুর

'বাপ বেটার পকেটে বন্দি হেফাজত' !

এ শিরোনামে একটি প্রতিবেদন ছাপিয়েছে মানবজমিন ।

সেই প্রতিবেদনটির ভিত্তি হলো অভিযোগ আর গুঞ্জণের উপর ।

প্রথমে তারা বলেছে,

৭ মে হেফাজতের হরতাল নিয়ে ও পরে বিভিন্ন কর্মসূচি দিয়ে স্থগিত করা নিয়ে ।

এদের গাঁজাখুরী দেখলে মনে হয় এই জগতে আর কেউ হরতাল ও বিভিন্ন কর্মসূচি দিয়ে স্থগিত করেনি ?

আরে, যদি হেফাজত হরতাল স্থগিত না করত আর তখন বিশেষ একটি দল এই সুযোগে তান্ডব চালাতো তখন তো তোরাই হরতালের নামে হেফাজতের তান্ডব বলে ফলাও করে প্রচার করতি !!

এ সুযোগ না আসাতেই তোদের এত গাত্রদাহ !

২৪ ডিসেম্বর আল্লামা আহমদ শফি দা. বা. এর ঢাকার উদ্যেশ্যে রওয়ানা হওয়া নাকি ছিল আইওয়াশ ! :o

আমার কাছে তথ্য আছে গণতন্ত্রের অভিযাত্রার দিকে খালেদার বের হওয়া ছিল আইওয়াশ ।

কারণ তিনি জানতেন তার মেকুররা বের হয়ে আসবে না ।

তো, এবার একটা প্রতিবেদন লিখে ফেল ।

সবচেয়ে গুরুতর অভিযোগ তোমরা করেছো টাকা নিয়ে

'সেখানে কি তোমাদের উচিত ছিল না অভিযুক্তদের বক্তব্য নেওয়া ?

সেটা কেন নেই ?

শুধু অভিযোগকারীর কথা দিয়ে প্রতিবেদন প্রকাশ করা এটা কেমন সাংবাদিকতা ?

'সীমিত বেতনের টাকা দিয়ে (আল্লামা শফির পুত্র)এরা কেমনে বিল্ডিং বানায় ??'

ইস...যেন এদের আর কোন সোর্স থাকতে পারেনা ?

এরা কুড়ে ঘরে থাকলেই তোমরা খুশি !

'হ' তোমরা তো অসীমিত বেতনের চাকরী কর ?

১০হাজার টাকার বেতনের চাকরী করে মেয়েকে মাসে লক্ষ টাকা হাত খরছ দিতে পারো ?

তাই তো.......?

এরা ওমরাতে

গেলেও দোষ ?

কিন্তু যখন রাষ্টীয় টাকা কাজে অকাজে খরচ করা হয়।বিভিন্ন মন্ত্রী

'শ' শ' সঙ্গী নিয়ে আকাশে উড়ে তখন তোমাদের ভালই লাগে ?

সমঝোতা হওয়া কি দোষের কিছু ?

আসলে তোমাদের এ সমস্ত প্রতিবেদন সাংবাদিকতা না বরং সাংঘাতিকতা ।

সু প্রিয় সাংঘাতিক আহমেদ জামাল সাহেব!

প্রতিবেদন টি লিখার আগে কত কেজি গাঁজা খেয়েছিলে ?

আর এই প্রতিবেদন ছেপে তোমার প্রভুদের খুশি করার জন্য কত টাকা ঘুষের চুক্তি করেছিলে ?

লিংক কমেন্টে ।

বিষয়: রাজনীতি

১১৯৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177758
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৬
177768
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৫
মাজহার১৩ লিখেছেন : যুদ্ধাপরাধের বিচার যেমন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে হচ্ছে তখন আলেম ওলামারা নিশ্চুপ থাকায় প্রাকৃতিক নিয়মে তাদের বিরুদ্ধে মিডিয়া সন্ত্রাস হওয়া স্বাভাবিক নয় কি?
যেমনঃ জাওয়াহিরি নাটক, বাপবেটার হেফাজত আরও কত কি?
সত কাজের আদেশ ও অসত কাজে বিরত থাকার চেষ্টা না করলে যা হয়।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৯
130914
সত্যের বিজয় লিখেছেন : সহমত
177815
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৫
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্য মিথ্যার দোলাচলে আমরা।
177863
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৪
177951
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
ইশরাত জাহান রুবাইয়া লিখেছেন : মুসলিমরা সারাবিশ্বেই বর্তমানে মিডিয়া সন্ত্রাসের শিকার।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৩
134949
সত্যের বিজয় লিখেছেন : হুম...ঠিক বলেছেন । ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File