যা যা খেলুম
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:০৮:২১ দুপুর
ভাত,ডাল,মুরগী রান্না খেলুম। বেগুনের তরকারী ছিল,তাও খেলুম। মুরগি ফ্রাই খেলুম। ব্রাউনী তৈরী করেছিলুম,খেলুম।বাদাম খেলুম,চিজ পিজা খেলুম,কফি খেলুম,রুটি খেলুম,মাখন ,মধু,ডিম দিয়ে ব্রেড খেলুম। দৈ খেলুম। আপেল খেলুম। বিস্কুট খেলুম। চকলেট খেলুম। খেয়ে এখন চিৎ হয়ে পড়ে আছি......
চিন্তা করছি আর কি কি খাওয়া যায়.... দাওয়াত করেন.... আমি রেডি
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার ঘরে নুন আনতে পান্তা ফুরাই। আপনারে দাওয়াত খাওয়াতে গেলে তো আমার পুরো জিন্দেগীর সঞ্চয় শেষ করেও আপনার মতো একজন পেটুকের পেট পুরা করা সম্ভব না!!!!
শেষে একটু মিষ্টিমুখ করুন।
আমি খালি দেখব।
কথাদিলাম আমি একটু ও খাবনা।
আপনার সাথে "খেলুম" না
কোনদিন জানি পেট ফেটে যায়!
মন্তব্য করতে লগইন করুন